
Time Television/ Tax Talk
তারিখ: ২৪ জানুয়ারি২০২১।
বিষয়: ~ $৬০০ কখন পাবেন ? ~ SSI (Social Security Income) কিভাবে পাবেন ?
অতিথি: প্রফেসর, এহতেশামুল হক টিটু ভাই নামে পরিচিত।
সঞ্চালক: তাহের
প্রশ্ন: স্টিমুলাস এর অর্থ পেতে দেরি হচ্ছে কেন?
উত্তর: যারা স্টিমুলাস পাননি তাদের বিশেষ কোনো বিড়ম্বনায় পড়তে হবে না। যারা ট্যাক্স ফাইল করেছেন তারা সবাই টাকা পাবেন । তবে সেজন্য কিছু সময় লাগতে পারে।
প্রশ্ন: যারা টাকা পাচ্ছেন না। তারা এখন কি করবেন?
উত্তর: উনারা যে প্রতিষ্ঠানের মাধ্যমে ট্যাক্স ফাইল করেছেন, সেই প্রতিষ্ঠানের কাছে যাবেন এবং আপনার সমস্যার কথা জানাবেন । তারা একটি ফরম ফিলাপ করে জমা দিলে আপনার সমস্যার সমাধান হবে।
প্রশ্ন: আমি পিএইচডি Student এবং আমার F1 visa আছে । আমার শিশুর 2020 সালের মার্চে এখানে জন্ম হয়েছে । জন্মসূত্রে সে US citizen এবং $1200 and $600 claim এর যোগ্য। আমি কি আমার 1040 NR tax file এর সময় তাকে আমার dependent করে claim করতে পারি?
উত্তর: হ্যাঁ, পারবেন ।
প্রশ্ন: আমি আমেরিকার non-resident। আমি কি স্টিমুলাস পেতে পারি?
উত্তর: নন রেসিডেন্টরা স্টিমুলাস পাওয়ার জন্য যোগ্য না। শুধুমাত্র আমেরিকার বৈধ নাগরিকরাই স্টিমুলাস পাবে।
প্রশ্ন: ইনকাম কম । আমি কি ট্যাক্স ফাইল করতে পারি?
উত্তর: আপনার ইনকাম 400 ডলারের কম হলে ট্যাক্স ফাইল করা দরকার নাই।
প্রশ্ন: আমি আমার দ্বিতীয় স্টিমুলাস এখনো পাইনি । কি করতে পারি?
উত্তর: তারা এখনো পাঠাচ্ছে । আপনাকে এজন্য অপেক্ষা করতে হবে ।
প্রশ্ন: আমি ৬০০ ডলারের স্টিমুলাস চেক পাই নাই। আমি কিভাবে পাবো জানতে চাই?
উত্তর: এখনো পাঠাচ্ছে। কেউ স্টিমুলাস 1200 +600 না পেলে ট্যাক্সফাইলের সময় ক্রেডিট হিসেবে পাবেন।
প্রশ্ন: স্মল (Small) ব্যাবসা যদি দুইটা থাকে। তাহলে দুইটা লোন (ই আই ডি এল} আবেদন কি বৈধ? দুইটা প্রতিষ্ঠানের জন্য কি আলাদা আলাদা লোন আবেদন করতে পারি?
উত্তর: পারবেন । তবে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে একটা কম্পিউটার একটি লোনের জন্য । সুতরাং দুইটা লোন আলাদা আলাদা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে হবে । একটি কম্পিউটার থেকে বারবার লোন আবেদন করা হলে রিজেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ।
প্রশ্ন: ভুলক্রমে PPP এবং unemployment নিলে কি করতে হবে tax return করার সময়?
উত্তর: অনলাইনে একাউন্টে গিয়ে ফর্ম নাম্বার 1099-G ডাউনলোড করে আবেদন করতে হবে । এই ফরমটি চলতি মাসের 27 তারিখ থেকে IRS ওয়েবসাইট পাওয়া যাবে ।
প্রশ্ন: ২০২১ এই চলতি জানুয়ারী মাসের কয়েক দিন UBER foods ডেলিভারিতে কাজ করেছি । এখন অসুস্থতার জন্য কাজ বন্ধ রয়েছে । এখন কি unemployment application করতে পারব?
উত্তর: Apply করেন । ডিপার্টমেন্ট অফ লেবার বলবে পাবেন কি না ।
প্রশ্ন: আমার ভাড়াটিয়া অনেকদিন ধরে আমাকে ভাড়া দেই না, আমার ফোন ধরেন না । এক্ষেত্রে আমি এখন কি করবো?
উত্তর: আপনি কি ভাড়াটিয়াদের বাড়িটা Lease দিয়েছিলেন । যদি Lease দিয়ে থাকেন তাহলে আপনি অনেকটা নিরাপদ ভাড়া পাওয়ার ক্ষেত্রে । কারণ ভাড়াটিয়াকে আপনি সহজেই ল্যান্ড লর্ড প্যানেল Court এ নিয়ে যেতে পারবেন। আর যদি Lease দিয়ে না থাকেন তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে এবং এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার । একজন দক্ষ অ্যাটর্নি এর সাথে যোগাযোগ করতে পারেন ।
প্রশ্ন: গত বছর স্টিমুলাস পাইনি ।আমরা কি এবছর স্টিমুলাস পাবো?
উত্তর: সেজন্য আপনি একজন দক্ষ অ্যাটর্নি এর সাথে যোগাযোগ করুন ।
ফেইসবুক কমেন্ট বক্স থেকে নেওয়া কিছু সম্পূরক প্রশ্ন সমূহ:
প্রশ্ন: যারা গত বছরের stimulus চেক পাননি। তাদের কি সেই টাকা পাওয়ার কোন সুযোগ আছে?
প্রশ্ন: আমার বাবা-মা আমার tax file in 2018/2019 এরপর ডিপেন্ডেন্ট আমি stimulus check পাইনি এ জন্য কি করতে পারি?
প্রশ্ন: যারা Public assesstence নেন। তাদের জন্য কি tax file করা জরুরী? আর যদি tax file না করা লাগে তারা citizenship exam এর ক্ষেত্রে কি করবে? কারন যতটুকু জানি citizen ship exam এর ক্ষেত্রে past three years এর tax file জরুরী।
