Empty room with a black wall mockup

ওয়েবার ও ফ্যামিলি পিটিশন/ সিটিজেন্সীপ পরীক্ষার নতুন প্রক্রিয়া

Deferred Action for Childhood Arrivals (DACA) প্রোগ্রাম
প্রায় 300 Thousand  আবেদনকারী DACA  প্রোগ্রামের মাধ্যমে সিটিজেনশিপ পাওয়ার জন্য আবেদন করেছে। গত 2017 সালের আগে under the age of 16 যারা আমেরিকায়  এসেছেন তারা এই প্রোগ্রামে আবেদন করার জন্য যোগ্য ।পর্যায়ক্রমে আবেদনকারীদের যাচাই বাছাই করা হবে। এই DACA প্রোগ্রামের আওতায় যারা আছেন তারা অচিরেই গ্রীন কার্ড পেয়ে যাবে  যা  নবনির্বাচিত বাইডেন সরকার  বিবেচনায় রেখেছেন। গত ৭ ডিসেম্বর ২০২০ তারিখ সোমবার থেকে এই DACA প্রক্রিয়া শুরু হয়েছে।

ওয়েবার
যারা Without ভিসা তে অর্থাৎ মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকাতে এসেছেন তারা যদি এখানকার কোন সিটিজেন অথবা গ্রীন কার্ড হোল্ডার কে বিয়ে করে থাকেন এক্ষেত্রে সিটিজেনশিপ পেতে সহযোগিতা পাবেন এবং প্রক্রিয়া অনেক সহজতর হবে।

প্রশ্ন: 2015 সালে Asylum  Case ফাইল করেছি । আমার ইন্টারভিউ কবে হবে?
উত্তর: অবশ্যই খুব দ্রুতই আপনার ইন্টারভিউ হবে । এজন্য আপনাকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে এবং আপনার  প্রয়োজনীয় কাগজপত্র গুলো প্রস্তুত করে রাখবেন।

প্রশ্ন: আমি আমার মায়ের সিটিজেনশিপের জন্য আবেদন করেছি May 2020 সালে এবং  রিসিভিং  লেটার ও পেয়েছি। কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এর ব্যাপারে কোনো কিছু জানায় নাই । গত নভেম্বরে ২০২০ এ আমার মায়ের গ্রিনকার্ডের Date  Expired হয়ে গেছে । এখন কি গ্রীন কার্ড এর Renew এর জন্য আবেদন করতে হবে ?
উত্তর:  গ্রীন কার্ড Renew করাই ভালো। আপনার সব কাগজের মেয়াদ থাকা ভাল। কারণ যে কোন মুহূর্তে যে কোন কাগজ লেগে যেতে পারে পুরা সিটিজেনশিপ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে।

প্রশ্ন:  ৩০ ডিসেম্বর 2020 সাল থেকে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আমেরিকা নতুন আইন প্রণয়ন করেছে। আমি সিটিজেনশিপের জন্য 27 নভেম্বর 2020 সালে আবেদন করেছি । সে ক্ষেত্রে কি আমার ইন্টারভিউটা নতুন আইনের উপর হবে না আগের পুরাতন আইনের উপর হবে?
উত্তর: পুরাতন সিস্টেমের মাধ্যমে আপনার ইন্টারভিউটা হবে।

প্রশ্ন: 2013 সালে আমি আমার ভাইয়ের সিটিজেনশিপের জন্য আবেদন করেছিলাম  রিসিভিং লেটার পাওয়ার পর আর কোন তথ্য আমি পাইনি।  এখন কি করবো?
উত্তর: এটার জন্য আরো কিছুদিন সময় লাগবে।  তারপরও যদি খুব বেশি দেরি হয়ে যায় তাহলে আপনি একজন দক্ষ অ্যাটর্নি সাথে যোগাযোগ করতে পারেন।

প্রশ্ন: আমি মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকায় প্রবেশ করি এবং এদেশে এসে একজন গ্রীন কার্ডধারীকে বিবাহ করি। আমি সিটিজেনশিপ এর জন্য ইতিমধ্যে ইন্টারভিউ দিয়েছি। আমাকে কি ভিসা পাওয়ার জন্য বাংলাদেশে যেতে হবে না আমি এখান থেকেই পাব ?
উত্তর: হ্যাঁ আপনাকে বাংলাদেশে গিয়ে এম্বাসি ফেস করে কার্যক্রম সমাপ্ত সম্পন্ন করতে হবে।

প্রশ্ন: আমি 2012 সালের শেষের দিকে বাংলাদেশে বিয়ে  করি। আমার স্ত্রী 2013 সালে আমেরিকাতে এসেছে  এবং গ্রিন কার্ড পেয়েছে। এখন সে আমার সাথে ডিভোর্স চাইছে । বাংলাদেশে ছাড়া আমেরিকাতে আমাদের বিবাহের কোন রেকর্ড নাই । সে ক্ষেত্রে কি আমাকে বাংলাদেশ যেতে হবে ?  পুরো প্রক্রিয়াটি  কি আমি আমেরিকাতে কোন অ্যাটর্নির মাধ্যমে করতে পারব?উত্তর: যেহেতু আপনার ওয়াইফ (Wife) এখানে এসেছে। তিনি ডকুমেন্টেশন এর মাধ্যমে এসেছেন । সেক্ষেত্রে আপনাকে কার্যক্রম এখান থেকেই শুরু করতে হবে। এজন্য আপনি একজন দক্ষ অ্যাটর্নির পরামর্শ নিতে পারেন।

প্রশ্ন: আমি আমার বাবা মার  সিটিজেনশিপ এর জন্য আবেদন করেছি । প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত  কোনো আপডেট পাইনি। এখন আমার কি করনীয়?
উত্তর:  আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এর পরে যদি না আসে তাহলে একজন ভালো দক্ষ অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here