আগামী ফেব্রুয়ারি  ১২ তারিখ থেকে ট্যাক্স রিটার্ন কার্যক্রম শুরু হচ্ছে। ট্যাক্স ফাইল অবশ্যই একজন প্রফেশনাল সি পি এ এর মাধ্যমে করবেন।

প্রশ্ন:  আমার আয় ৮০০০ ডলার। আমার ওয়াইফ কাজ করেন না। আমার দুটি বাচ্চা আছে. আমি কি ট্যাক্স রিটার্ন পাব না দিতে হবে?
উত্তর: সম্ভবত আপনি WTO এর অধীনে কাজ করেন। আপনার দুইটি বাচ্চার বয়স যদি ১৭ বছরের কম হয়, তাহলে চাইল্ড কেয়ার বেনিফিট পাবেন।  কিন্তু আপনি রিটার্ন পাবেন না, ট্যাক্স দিতে হবে সেটা বলা মুশকিল।  আপনি WTO এর অধীনে কাজ করেন সেজন্য হয়তো ট্যাক্স দিতে নাও হতে পারে।

প্রশ্ন: আমার WTO আছে  এবং আমি Unemployment benefit  নিচ্ছি। সে ক্ষেত্রে  ট্যাক্স রিটার্ন কেমন  হতে পারে?
উত্তর: আপনার যেহেতু WTO আছে এবং unemployment নিচ্ছেন, এগুলো সব কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইল এর সময় দেখাবেন।  এরপর আপনার যদি ট্যাক্স রিটার্ন আসে তাহলে পাবেন অথবা আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে।
প্রশ্ন: গত চার সপ্তাহ আমার ওয়াইফ হোম কেয়ার হিসেবে কাজ করেছে। প্রতি সপ্তাহে ৯ থেকে ১০ ঘণ্টা কাজ করে। এটি তার প্রথম কাজ।  তাহলে সে কি Unemployment claim  করতে পারে কিনা?
উত্তর: যেহেতু আপনার ওয়াইফ খুব বেশিদিন কাজ করেননি, সে ক্ষেত্রে উনি Unemployment  পাওয়ার যোগ্য না।

প্রশ্ন: গত বৎসর আমি আমার দুই  ছেলের জন্য  আবেদন করেছি এবং তাদের ইন্টারভিউ হয়েছে। এরপর কোনো আপডেট পাইনি। এখন কি করতে পারি?
 উত্তর:  ইন্টারভিউ হয়েছে এটা একটা ভাল সংবাদ। আপনারা অল্প কয়েকদিনের মধ্যেই একটা ভালো সংবাদ পাবেন। এরপরেও যদি না পান তাহলে, একজন অভিজ্ঞ এটর্নি সাথে যোগাযোগ করবেন।

প্রশ্ন: আমি দৈনিক ৪ ঘন্টা ৪৫ মিনিট কাজ করি । সেক্ষেত্রে আমি Unemployment পাওয়ার জন্য ০ DAY দেখাতে পারি?
 উত্তর:  আপনি যদি দৈনিক ৪ ঘন্টা কাজ করেন তাহলে, দেখাতে পারেন।  চার ঘন্টার বেশি হলে আপনি পারবেন না । কারণ তখন ওরা আপনাকে কাউন্ট করবে একদিন হিসেবে।

প্রশ্ন: আমি Buffalo থেকে বলছি। আমি যদি প্রতিদিন চার ঘন্টা করে কাজ করি, তাহলে কি সপ্তাহে প্রতিদিন কে আমি যে ০ DAY  হিসেবে উল্লেখ করতে পারব?
উত্তর:  পারবেন না। কারণ সপ্তাহে 20 ঘন্টা হলে আপনাকে 2 দিন  এবং 21 ঘন্টা হলে আপনাকে তিনদিন দেখাতে হবে।

ফেসবুকের কমেন্ট বক্স থেকে কিছু প্রশ্ন:

প্রশ্ন: আমি মেরিল্যান্ড থেকে বলছি। ট্যাক্স ফাইল করার সময় আমি নিয়মিত মর্টগেজ দিয়ে যাচ্ছি। আমি বর্তমানেUnemployment benefit নিচ্ছি। TAX টেক্সট ফাইল করার সময় landlord এর কাছ থেকে কি ধরনের ডকুমেন্ট কালেক্ট করতে হবে এবং এর জন্য কি আমি কোন বেনিফিট পাব?

প্রশ্ন: বাড়ি কেনার সময় ব্যক্তিগত লোন নিয়েছি। এর জন্য কি ট্যাক্স দিতে হবে ?

প্রশ্ন:  Rent Relief এর সময়সীমা কি বাড়ানো হয়েছে?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here