
প্রশ্ন: আমি কুইন্স থেকে জাহিদা বলতেছি। দুমাসের জন্য বাংলাদেশ যেতে চাই ।এক্ষেত্রে আমার বেকার ভাতার উপর কোন প্রভাব পড়বে কিনা?
উত্তর: আপনারা যতদিন বাংলাদেশ থাকবেন । ততদিন কিন্তু বেকার ভাতা (Unemployment) সার্টিফিকেশন করতে পারবেন না । এমনকি বাংলাদেশ থেকে আপনারা পোর্টাল লগইন করতে পারবেন না । কারণ পোর্টালটি আপনাদেরকে আউটসাইড অফ আমেরিকা দেখাবে । আপনারা অটোমেটিকালি আওতার বাইরে থাকবেন । সবথেকে ভালো হবে আপনি যদি Paycheck Protection Program (PPP) লোন অ্যাপ্লাই করে বাংলাদেশে চলে যান ।
প্রশ্ন: আমার বাচ্চার বয়স 19 বছর এবং ফুলটাইম Student। এখন ট্যাক্স ফাইল করলে ওর জন্য কিছু রিটার্ন পাব কিনা?
উত্তর: আপনার ইনকাম যদি একটা সার্টেন লেভেল থাকে, তাহলে একটা Unincome ক্রেডিট পাবেন । আপনার ছেলেকে যদি আপনি Claim করেন , তাহলে আপনার EIC ক্রেডিট একটু বাড়বে । সেক্ষেত্রে আপনারা আপনাদের একাউন্টেন্টের (Accountant) সাথে কথা বলুন ।
প্রশ্ন: আমি এনি বলছি নিউজার্সি থেকে । আমার শ্বশুর গতবছর এপ্রিল থেকে বেকার ভাতা (Unemployment) পাচ্ছিলেন । নভেম্বরের শেষ দিকে উনার বেকার ভাতা (Unemployment) বন্ধ হয়ে যায় । এখনো পর্যন্ত কোনোভাবে claim করা যাচ্ছে না ।এখন আমরা কি করতে পারি ?উত্তর: এক্ষেত্রে আপনার বেকার ভাতা (Unemployment) রান আউট হয়ে গিয়েছিল মনে হয় । যার জন্য আপনাকে এক্সটেন্ডেড বেকার ভাতা (Unemployment) এর জন্য আবেদন করতে হবে । নতুন করে এটাকে re-activate করা লাগতে পারে । সেজন্য আপনার নিউজার্সি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে ভালো হয় ।
ফেসবুক কমেন্ট বক্স থেকে পাওয়া প্রশ্ন সমূহ:
প্রশ্ন: আমি বাসা থেকে কাজ করি । আমি কি আমার ট্যাক্স ফাইল এর উপর রিফান্ড পাব?
প্রশ্ন: প্রথম Paycheck Protection Program (PPP) লোন পেয়েছি কিন্তু দ্বিতীয় লোন application declined করতেছে । এখন কি করতে পারি?
প্রশ্ন: SBA loan department কি আবেদনকারীর ব্যাপারে তদন্ত করে?
প্রশ্ন: আমি সপ্তাহে চারদিন 30 ঘন্টা কাজ করি । আমি কি unemployment জন্য আবেদন করতে পারব?
প্রশ্ন: Front line worker রা কি স্টিমুলাস Cheaque পাবে?
প্রশ্ন: Yellow cab driver দের কর্মঘন্টা কিভাবে নির্ধারণ করা হয়?
প্রশ্ন: আমি ২ সপ্তাহ ধরে বেকার ভাতা (Unemployment) এর টাকা পাচ্ছি না । যাথারিতী সার্টিফাই করে যাচ্ছি । কিন্তু টাকা রিলিজ করে নাই । কি করতে পারি?
প্রশ্ন: আমি 2019 সালের ট্যাক্স ফাইল করি । তখন IRS থেকে রিফান্ড পাই নাই । পরে চেক করে দেখি আমার জন্ম তারিখ ভুল হয়েছে । বর্তমানে সেকেন্ড স্টিমুলাস পায়নি । এখন কি করতে পারি?
প্রশ্ন: আমি সেকেন্ড stimulus cheaque এখনো পাইনি । কি করতে পারি?
প্রশ্ন: মিশিগানে বেকার ভাতা (Unemployment) কখন থেকে শুরু হবে?
প্রশ্ন: আমার ছেলের বয়স ২০২০ অক্টোবর এ ১৭ বছর হয়েছে বর্তমানে কলেজে সে কি চাইল্ড বেনিফিট পাবে ?
প্রশ্ন: আমি EIDL লোন পেয়েছি খুবই সামান্য । দ্বিতীয়বারের জন্য ইলিজিবল হতে হলে আমাকে কি করতে হবে?
বিশেষ তথ্য: ফেব্রুয়ারি 12 তারিখ থেকে ট্যাক্স রিটার্ন ফাইল গ্রহণ করা শুরু হবে । বর্তমানে পিপিপি লোনের আবেদন চলতেছে।
