
প্রশ্ন: Self-employed ব্যক্তিরা কি পিপিপি লোনের জন্য আবেদন করতে পারবেন ?
উত্তর: পারবেন ।
প্রশ্ন: আমি ব্রুকলিন থেকে বলছি । আমি SBA লোন এর জন্য আবেদন করেছিলাম । তখন আমি এক হাজার ডলার গ্রান্ড পেয়েছিলাম । পরে আমাকে decline লেটার পাঠিয়েছে । আমি reconsider পাঠিয়েছিলাম এবং কাগজপত্র জমা দিলাম । এরপর আমাকে আর কোন টাকা পাঠাই নি । আমি ফোন দিয়েছিলাম । তারা আমার কাছে আবার সোশ্যাল সিকিউরিটি কাগজপত্র চেয়েছে । সব কাগজপত্র পাঠানোর পর আমি কি আশা করতে পারি আমার loan অ্যাপ্রুভ হবে । নাকি 2020 ট্যাক্স ফাইল এর সময় কাগজপত্রগুলো পাঠালে ভাল হবে?
উত্তর: আপনি যে 1000 টাকাপেয়েছেন সেটা আপনি ব্যবহার করতে পারবেন । এইটা আপনাকে ফেরত দিতে হবে না । তবে লোনের জন্য প্রথম যে আপনার decline হয়েছে সেটা হল আপনার একাউন্টে পর্যাপ্ত ক্রেডিট না থাকায় এর কারণে । আপনি একাউন্টে পর্যাপ্ত টাকা রাখবেন । এর জন্য কিছুদিন সময় লাগে । SBA এর সাথে সর্বদা যোগাযোগ রাখবেন ।
প্রশ্ন: আমি কুইন্স থেকে বলছি । আমি একজন উবার ড্রাইভার । আমার ইনকাম প্রতি মাসে 6 হাজার ডলার । Tax করার পর নেট ইনকাম হচ্ছে 2000 ডলার । এখন আমার প্রশ্ন হচ্ছে আমার পিপিপি লোন কি 6000 ডলারের উপর ভিত্তি করে হবে নাকি 2000 ডলারেরএর উপর ভিত্তি করে হবে?
উত্তর: পি পি পি লোন আপনার নেট ইনকাম এর উপর হবে । যেহেতু 12ফেব্রুয়ারি ট্যাক্স রিটার্ন শুরু হবে । আপনি একজন দক্ষ উকিল এর মাধ্যমে কার্যক্রম শুরু করে দেন ।
প্রশ্ন: আমি কুইল্স থেকে বলছি । আমাদের Self-employment benefit নেয়ার ক্ষেত্রে পেনাল্টি হয়েছে । এখন কি করতে পারি?
উত্তর: বিশেষ কোন কারন ছাড়াপেনাল্টি হওয়ার কথা নয় । তবে এজন্য আপনাদের একজন দক্ষ অ্যাটর্নি এর সাথে পরামর্শ করে Hearing এ যেতে পারেন ।
প্রশ্ন:আমি বাসায় বসে সেলাইয়ের কাজ করি । আমি 2018 সালের ট্যাক্স রিটার্ন দেখিয়েছি । কিন্তু 2019 সালে আমি ট্যাক্স ফাইল দেখায় নি । কারণ আমি অসুস্থ ছিলাম । এরপরে আবার কাজশুরু করেছিলাম । তারপর তো করোনাভাইরাস প্যানডেমিক শুরু হলো । আমি কি এখন unemployment ভাতার জন্য আবেদন করতে পারি বা করলে কি কোন সমস্যা হবে কিনা?
উত্তর: যদিও আপনি 2018 সালে ট্যাক্স রিটার্ন করেছেন এবং 2019 সালের দিকে কিছুটা কাজ করেছেন , আপনি এখন ইমিডিয়েটলি 20১9 যে ইনকামটা করেছেন তার জন্য ঈর্ষা IRS এর কাছে ট্যাক্স ফাইল করবেন লেবার ডিপার্টমেন্ট এর কাছে । এরপর যদি আপনি কাজ না পান তাহলে আপনি unemployment benefit এর জন্য আবেদন করতে পারবেন । অন্যথায় যদি এখন আপনি আবেদন করেন এবং যেহেতু তাদের যেকোনো তথ্য থাকবে না, এজন্য আপনার আবেদনপত্রটি গ্রহণযোগ্যতা পাবেনা ।
তথ্য পিপিপি এখনো চলমান । আপনারা যারা আবেদন করেননি ইমিডিয়েটলি আবেদন করেন ।
