
ডেস্ক রিপোর্ট: আজ সোমবার (৩ মে) বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ী ফেরি ঘাটের কাছে পদ্মা নদীতে একটি স্পিডবোট ডুবে অন্তত ২৬ জন যাত্রী মারা গেছেন।
মাদারীপুরের কাঠালবাড়ী নৌ পুলিশের ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, শিমুলিয়া ফেরি ঘাট থেকে বাংলাবাজারগামী স্পিডবোটটি সকাল ৭টার দিকে ঘাটে নোঙ্গর করা বাল্কহেডে ধাক্কা খেয়ে পদ্মা নদীতে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন ও নদী পুলিশ থেকে ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে যোগ দেয়।
এ ঘটনায় চার জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্জাক।
