
প্রশ্ন: আমি ব্রুকলিন থেকে বলছি। আমি ২০১৯ সালের ডিসেম্বরে সিটিজেনশিপের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম। এরপর কোনো আপডেট পাইনি। আমি কি করতে পারি?
উত্তর: আমাদের বেশিরভাগ ক্লায়েন্টের সিটিজেনশিপ আবেদনের প্রক্রিয়া ৮ মাস থেকে ১ বছরের মধ্যে হয়ে যাচ্ছে। বর্তমানে প্যানডেমিক এর কারণে একটু বেশি সময় লেগে যাচ্ছে। আপনি, সরাসরি অফিসে ফোন করতে পারেন অথবা চিঠি পাঠাতে পারেন। আমি আশা করি খুব শীঘ্রই আপনি ইন্টারভিউ এর ডেট পাবেন।
প্রশ্ন: আমি জামাইকা থেকে বলছি। আমি ২০১৯ এ ট্যাক্স রিটার্ন করেছি কিন্তু এখনো ২০২০ সালে ট্যাক্স রিটার্ন করেনি। আমি আমার স্ত্রীকে সিটিজেনশীপ পাওয়ার জন্য আবেদনপত্রে সাপোর্ট দিতে পারব কি?
উত্তর: আপনি ২০১৯ ট্যাক্স রিটার্ন দিয়ে আপনার স্ত্রীকে সাপোর্ট দিতে পারবেন। কারণ ২০২০ ট্যাক্স এর জন্য তার এখনো এপ্রিল পর্যন্ত সময় আছে ।
প্রশ্ন: এবার করোনাভাইরাস জন্য অনেকেই কাজ করতে পারেনি। এজন্য তারা Unemployment benefit পেয়েছেন। ফাইল করার সময় তারা কি আত্মীয়স্বজনদের স্পন্সরশীপের জন্য এটাকে ইনকাম হিসাবে দেখাতে পারবেন কিনা?
উত্তর: Unemployment benefit একটা সহায়তা সুতরাংদেখাতে পারবে। সেক্ষেত্রে তার একটা জয়েন্ট স্পন্সর লাগবে (তার যদি শুধুমাত্র unemployment benefit থাকে আর অন্য কোনো ইনকাম না থাকে)।
