স্বাস্থ্যবিধি ও ব্যক্তি সুরক্ষা নিশ্চিত করেই দর্শনার্থীদের জন্য দরজা খুলছে সকল বিনোদন কেন্দ্রগুলো। একটি বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রসহ পাঁচটি বিনোদন কেন্দ্র (শিশু পার্ক) রয়েছে সিলেটে। এজন্যে সিলেটের জেলা প্রশাসন বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষকে ২৫টি শর্ত দিয়েছে।সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক বিধি নিশ্চিতকরণের জন্য বন্ধ থাকা জেলার বিনোদন পার্কসমূহ যদি চালু করতে হয়, তবে শর্তাবলী মেনেই চালু করতে হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নিয়ম অমান্য করে তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসনের দেয়া শর্তাবলীর মধ্যে রয়েছে, ধারণ ক্ষমতার অর্ধেক দর্শনার্থী প্রবেশ, প্রবেশ ও নির্গমনে পৃথক পথ, প্রতিটি রাইডে একমুখী চলাচল নিশ্চিত, রাইডে একটি করে আসন ফাঁকা রেখে আসন বিন্যাস, প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থা, দর্শনার্থীদের ব্যাগ ও সাথে আনা সামগ্রী জীবাণুমুক্ত করা, প্রবেশপথে শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা, প্রবেশপথ ও অন্যান্য স্থানে ১ মিটার শারীরিক দূরত্ব বজায় নিশ্চিত এবং উপসর্গের দর্শনার্থী কিংবা কর্মচারীদের প্রবেশ নিষেধাজ্ঞা।দর্শনার্থীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, মাস্ক না থাকলে বিনোদন কেন্দ্রের পক্ষ থেকে তা সরবরাহ করা, খাবার টেবিলসহ পানীয় প্রস্তুতের স্থানসমূহ ঘন ঘন স্যানিটাইজ করা, ওয়ানটাইম প্লেট-গ্লাস-চামচ ব্যবহার, বসার স্থানসহ সব স্থানে ঘন ঘন স্যানিটাইজ করা, আঙিনা জীবাণুমুক্ত করা, প্রতি রাইড শেষ হওয়ার পর জীবাণুনাশক প্রয়োগ, যানবাহন জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা, সচেতনতামূলক রেকর্ড বার্তা প্রচার, দৃশ্যমান একাধিক স্থানে ছবিযুক্ত স্বাস্থ্য সুরক্ষা বার্তা ঝুলিয়ে রাখা, এবং ট্যুরিজম বোর্ড, স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনাবলী অনুসরণ করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here