ডেস্ক রিপোর্ট:  গত বুধবার ৫মে রাত ৯টার দিকে সিলেট নগরীর সুবিদবাজার পয়েন্টে সড়ক দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত মো. সাব্বির আহমদ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানার এসআই আবদুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নগরীর সুবিদবাজার পয়েন্টে একটি ট্রাক পেছন থেকে সাব্বিরের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই আবদুস সাত্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পরে স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত করে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Bipul K Debnath

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here