
ডেস্ক রিপোর্ট: আজ (রবিবার, ২ মে) সকালে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ টিভি সেভেনকে জানান, রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হাইওয়ের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসি আরও জানান, দুর্ঘটনায় একই পরিবারের দুই মহিলা ও দুই শিশু ছাড়াও অটোরিকশা চালক ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন, জৈন্তাপুরের রূপচেংগ্রামের সাদিয়া বেগম (৩৫), তার চার মাস বয়সী শিশু শাহাদাত হোসেন, কন্যা সাবিয়া বেগম (৭), তার ননদ হাবিবুন্নেছা (৩৩) এবং উপজেলার পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমেদ (৩৫)।
গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
