ব্যানকরাপ্টসি সমস্যা/ ক্রেডিট সমস্যা/ লেবার ল ও ইমিগ্রেশন 

গতবছর ইমিগ্রেশনের জন্য একটা dark chapter ছিল ।  কারণ Trump Administration  ইমিগ্রেশনের জন্য অনেকগুলি আইন পাস করেছিল।  যার জন্য ভিসা প্রক্রিয়াটা অনেকটা জটিল হয়ে গিয়েছিল। আমরা আশা করছি নতুন যে প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ক্ষমতা গ্রহণের পর আমরা এই সকল সমস্যা থেকে পরিত্রাণ পাব । কারণ বাইডেন সরকার undocumented সিটিজেন এবং ইমিগ্রেশনের অন্যান্য সকল সমস্যা সমাধানের জন্য তাদের নিজস্ব কর্ম পরিকল্পনার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে।  সুতরাং আমরা আশাকরি 2021 সাল ইমিগ্রেশনের যে সকল সমস্যাগুলো আছে  তিনি সেগুলোর সমাধান করে সামনের দিকে এগিয়ে যাবেন। 

আপনারা যারা ব্যানকরাপ্টসি সমস্যায় ভুগছেন তারা অবশ্যই একজন সার্টিফাইড অ্যাটর্নির কাছে যাবেন এবং আপনার সমস্যা সমাধান করে নিবেন ।

প্রশ্ন: ক্রেডিট কার্ড সমস্যা নিয়ে কি করতে পারি?

উত্তর: আপনি যদি ক্রেডিট কার্ড রিপেয়ারের (Repair) জন্য অনেক টাকা খরচ  করেন তারপরও এটার কোন গ্যারান্টি নাই যে আপনার ক্রেডিট কার্ডের সমস্যা এভাবে সমাধান হবে । কিন্তু আপনি একটা বিষয় করতে পারেন।    সেটি হল আপনি একজন ভালো দক্ষ, যারা আসলেই ক্রেডিট কার্ডের সমাধান করতে পারে,  রিপিয়ার সম্পর্কে অবগত আছেন এবং যারা অভিজ্ঞ এ বিষয়ে এবং ক্রেডিবল সার্টিফাইড তাদের কাছে আপনারা গেলে সুবিধা পাবেন। ক্রেডিট কার্ড একটি Very Sentitive ইস্যু।  আপনারা জানেন ক্রেডিট কার্ডের রিপেয়ার এর ব্যাপারটা খুবই জরুরী ।যাদের এই সমস্যাটা আছে সেটা দ্রুত সমাধান করে নিন।

প্রশ্ন: 2018 সালের নভেম্বর মাসে আমার গ্রিন কার্ড ধারী মা  আমার ছোট ভাইয়ের সিটিজেনশিপ এর জন্য APPLY  করেছিলেন ।  তখন ছোট ভাইয়ের বয়স ছিল 20 বছর । 2020 সালে জুলাইতে ছোট ভাইয়ের বয়স 21 হয়ে গেছে । ছোট ভাইয়ের আবেদন অনুমোদিত হয়েছে কিন্তু  এরপর ইমিগ্রেশনের কোন আপডেট পাইনি  ।  2021 সালে জুলাই মাসে তার বয়স 22 হবে । 

উত্তর: আপনি কনস্যুলেটের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া একজন দক্ষ অ্যাটর্নির সাথে আপনার কাগজপত্র নিয়ে দেখা করেন । আপনার ফাইলিং যদি ঠিক থাকে তাহলে ইমিগ্রেশনের প্রক্রিয়া অবশ্যই ত্বরান্বিত হবে ।  তাছাড়া ঢাকাতে যে আমেরিকান এম্বাসি আছে সেখানে ও যোগাযোগ করতে পারেন  । 

প্রশ্ন: আমার সিটিজেনশীপ  শপথ  (OATH) এর শেষ তারিখ ছিল  ডিসেম্বর 30 তারিখ কিন্তু আমি চিঠি পেয়েছি ডিসেম্বর 31 তারিখে ।এখন আমি কি করতে পারি?

উত্তর: আপনি আশাহত হবেন না।  এটার যথাযথ প্রক্রিয়া আছে ।  আপনি একজন দক্ষ অ্যাটর্নি এর সাথে যোগাযোগ করুন । আপনার জন্য এটা ভালো হবে । এরপর কনস্যুলেট আপনার OATH জন্য একটা ফ্রেশ ডেট  (NEW DATE)  নির্ধারণ করবে । 

প্রশ্ন: আমি একজন গ্রিনকার্ড ধারী এবং আমি আমার স্ত্রী ও Under age   2 children এর (Citizenship) জন্য আবেদন করেছি ।  আমি সকল সাপোর্টিং কাগজপত্র পাঠিয়েছি ।  এরপর তারা অক্টোবর 2019 সালে আমাকে একটা মেইল করে এবং আমার কাগজপত্র একসেপ্ট করে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে বলেন ।  COVID-19 ভাইরাসের জন্য সবকিছু বন্ধ থাকার কারণে প্রক্রিয়া শুরু হয়নি ।  যদিও সকল কনস্যুলেট তাদের কার্যক্রম ডিসেম্বর 30 তারিখ থেকে  শুরু করেছে এরইমধ্যে আমার সন্তানদের বয়স 21 বছরের বেশি হয়ে গেছে । এ কারণে তাদের সিটিজেনশিপ পেতে কোন অসুবিধা হবে কিনা ?

উত্তর: আপনি প্রথমে যে কাজটি করতে পারেন তাহলো কনস্যুলেটের সাথে যোগাযোগ করা এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গুলো যথাযথভাবে করা । 

প্রশ্ন: আমি আমার ক্রেডিট কার্ডটা রান করার সময় দেখলাম সেখানে দুইটা চার্জেস (Charges) আছে  । একটি হল 364 ডলার এবং আরেকটি হলো 412 ডলার ।  কিন্তু আমি বুঝতে পারছি না কোথা থেকে এবং কে এটা সার্চ করল ?

উত্তর: এজন্য  আপনি  দ্রুত ক্রেডিট কার্ড কোম্পানির সাথে যোগাযোগ  করুন ।  তাহলে তারা এই বিষয়গুলি সম্পর্কে আপনাকে অবহিত করবেন । 

প্রশ্ন: আমি আমেরিকাতে এসেছি 4 বছর 9 মাস হয়েছে  এবং আমি আমেরিকান নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করেছি । এরমধ্যে আমার বাংলাদেশের পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে ।  বাংলাদেশের পাসপোর্ট রিনিউ (Renew) করা ছাড়া কি আমি আমেরিকান সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারবো? এক্ষেত্রে কি কোন সমস্যা হবে না?  

উত্তর: সবথেকে ভালো হয় আপনার বাংলাদেশ পাসপোর্ট এর মেয়াদ বৃদ্ধি (Renew) করে আবেদন করা । কারণ  এক্ষেত্রে ভ্যালিড (Valid) পাসপোর্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ । 

পরামর্শ:

যদিও COVID-19 এর কারণে কনস্যুলেটগুলোতে ইমিগ্রেশন কার্যক্রম খুব ধীরগতিতে চলছে ।  আপনারা চিন্তিত হবেন না ।  আমেরিকান সিটিজেনশিপ  আবেদনের জন্য সকল ডকুমেন্টস (Documents) প্রস্তুত করে রাখেন ।  আপনারা নির্দিষ্ট সময়ে ইন্টারভিউয়ের জন্য কল পাবেন । 

COVID-19 এর জন্য যে সকল আমেরিকান সিটিজেন বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে আটকে আছে তারা আমেরিকাতে ফিরতে একজন দক্ষ উকিল এর মাধ্যমে ফেডারেল কোর্টে যেতে পারেন এবং এম্বাসি(Embassy) এর সহযোগিতা নিতে পারেন । COVID-19 ভাইরাসের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সকলের জন্য শুভকামনা রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here