
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ছুটি পাওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন। তাছাড়া এই সিরিজে খেলার জন্য ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে।
গতকাল শনিবার (১ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, আগামী ১৫ থেকে ১৭ মে’র মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিতব্য শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে।
প্রাথমিক দলে যারা আছেন: তামিম ইকবাল খান, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।
