ডেস্ক রিপোর্ট: আজ ২৫ বৈশাখ।  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
তিনি ১৬০ বছর আগে ১২৬৮ বঙ্গাব্দের এই দিনে (৭ মে, ১৮৬১ খ্রিষ্টাব্দ) কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। যিনি কিনা একাধারে কবি, নাট্যকার, ছোটগল্পকার, গীতিকার, সুরকার, সাহিত্যিক ও অভিনেতা হিসেবে সুপরিচিত।

তিনি বাল্যকালে গৃহশিক্ষকের কাছে বিভিন্ন বিষয়ে লেখাপড়া শেখার পর কলকাতা নর্মাল স্কুলে ভর্তি হন। মাত্র ১৪ বছর বয়সে তাঁর প্রথম কবিতার বই বনফুল প্রকাশিত হয়। ১৭ বছর বয়সে পড়াশোনার জন্য বিলাত গিয়ে ব্রাইটন পাবলিক স্কুল ও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালী হলো তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর বিখ্যাত নাটক হলো ডাকঘর, বিসর্জন, রক্তকরবী, অচলায়তন। গোরা, নৌকাডুবি, শেষের কবিতা, চোখের বালি হলো তাঁর বিখ্যাত উপন্যাস। তাঁর রচিত গানের সংখ্যা প্রায় আড়াই হাজার যা রবীন্দ্রসংগীত হিসেবে পরিচিত।

তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যিক হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ  ( ৭ আগস্ট, ১৯৪১) কলকাতায় মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here