
ডেস্ক প্রতিবেদন: আজ আমরা ভ্রমণের জন্য ল্যাটিন আমেরিকার শীর্ষ ১০ টি দেশ সম্পর্কে জানব। এখানে শুধুমাত্র দেশ সম্পর্কে আলোকপাত করা হল । পরবর্তীতে আমরা নির্দিষ্ট স্থান সম্পর্কে জানব।
১০. ডোমিনিকান রিপাবলিক
এই দেশটিতে কয়েক লক্ষের মত পর্যটক প্রতিবছর বেড়াতে যায়। এর মধ্যে প্রায় অর্ধেক পর্যটক আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
গ্রীষ্মকালের অবকাশ যাপনের জন্য একটি উৎকৃষ্ট মানের দেশ হল ডোমিনিকান রিপাবলিক।
এই দেশটিতে ভ্রমণকারীরা বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে থাকে। তাছাড়া এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের আনাগোনা লক্ষ করা যায়।
৯. বলিভিয়া
ল্যাটিন আমেরিকার ভূমিবেষ্টিত দেশ বলিভিয়া।
আপনি যদি আপনার অবকাশটি কোন ঐতিহাসিক স্থানে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য প্রকৃত পছন্দ বলিভিয়া।
এখানকার ল্যান্ডস্কেপ গুলো খুবই দৃষ্টিনন্দন। তাছাড়া এখানে স্ট্রীট মিউজিক খুবই জনপ্রিয়।
বলিভিয়াতে রয়েছে ৩,৬০০ মিটার উচ্চতায় অবস্থিত লা পাজ শহর, যা বিশ্বের উচ্চতম রাজধানী।
৮. কলম্বিয়া
ল্যাটিন আমেরিকার উত্তরে অবস্থিত একটি দেশ। যার নাম ক্রিস্ট্রফাল কলম্বিয়ার নাম অনুসারে রাখা হয়েছে। দেশটিতে রয়েছে ডায়নামিক ল্যান্ডস্কেপ এবং সিটিস্কেপ।
তাছাড়া ভ্রমণকারীরা এখানে জনপ্রিয় মেট্রো ক্যাবলের মাধ্যমে পুরো দেশের অন্যতম দর্শনীয় স্থান গুলো দেখতে পারে।
এ দেশটিতে পাহাড়ের পাশে আলোর ঝলকানিতে ম্যাগনিফিসেন্ট দৃশ্যগুলো দেখতে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে।
৭. চিলি
চিলি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরের উপকূল ঘেঁষে একটি লম্বা ফিতার মত প্রসারিত একটি ভূখণ্ড।
এখানে ভ্রমণকারীরা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার সুযোগ সুবিধা পেয়ে থাকে ।
এখানে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ন্যাশনাল পার্ক রয়েছে, যেখানে ভ্রমণকারীরা ভ্রমণ করে থাকে।
আপনি যদি প্রকৃতপক্ষেই ভ্রমণকে আনন্দময় করতে চান, তাহলে অবশ্যই চিলি ভ্রমণে আসবেন।
৬. কোস্টারিকা
ল্যাটিন আমেরিকার দ্রুত উন্নয়নশীল এবং ক্রমবর্ধমান দেশ কোস্টারিকা। এই দেশটি দিনে দিনে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
দেশটিতে বিভিন্ন রকম দৃষ্টিনন্দন স্থান রয়েছে, যা ভ্রমণকারীদের বিমোহিত করে।
এখানকার প্রাকৃতিক ঝর্ণা, ঝরনার পানিতে গোসল করা এবং হাই জাম্পিং এর ব্যবস্থা আছে।
দেশটির রাজধানী স্যান হোসে আর্কিটেকচারাল স্থাপনার এক চমৎকার স্থান, যা প্রত্নতত্ত্ব প্রেমীদের বিমোহিত করে ।
কোস্টারিকার রয়েছে তুরিয়াবালা আগ্নেয়গিরি। কোস্টারিকার খাবারও বেশ উপাদেয়। কফি, কলা ও চকোলেট উৎপাদনকারী দেশটিতে এসবের প্রাচুর্য থাকবে এটাই স্বাভাবিক। সঙ্গে নিজস্ব নানা খাবার তো রয়েছেই।
৫,. কিউবা
কিউবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সবচেয়ে পশ্চিমে অবস্থিত অনেকগুলি ছোট দ্বীপের উপর অবস্থিত ভ্রমণকারীদের কাছে জনপ্রিয় একটি দেশ।
এই দেশটিতে রয়েছে ভাইব্রান্ট কালচারাল হেরিটেজ।
দেশটির রাজধানী শহর হাবানা দেখতে প্রতিবছর লক্ষ লক্ষ ভ্রমণকারী এখানে এসে থাকে।
তাছাড়া এখানকার স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য পর্যটকদের কাছে নতুন অভিজ্ঞতা দিয়ে থাকে।
৪. পেরু
পেরু দক্ষিণ আমেরিকার পশ্চিম-মধ্য অঞ্চলে, প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র।
এখানে অনেকগুলি ঐতিহাসিক জনপ্রিয় স্থাপনা রয়েছে যার মধ্যে মাচুপিচু অন্যতম।
ঐতিহাসিক স্থাপনা প্রেমী দর্শনার্থীরা প্রতিবছর এখানে ভিড় করে থাকে । এখানকার ছোট ছোট টিলা এবং উঁচু-নিচু ঢালুপথ এ লং ডিস্টেন্স এর জন্য হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভ্রমণকারীরা বেরিয়ে পড়ে।
দেশটির রাজধানী শহর লিমার দর্শনীয় স্থান ভ্রমণ কারীদের আকৃষ্ট করে । তাছাড়া এই শহরটিতে বেশকিছু দৃষ্টিনন্দন প্রাচীন ঐতিহাসিক স্থাপনা রয়েছে।
৩. আর্জেন্টিনা
আর্জেন্টিনা দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। দেশটির রাজধানী বুয়েনোস আইরেস।
এখানে রয়েছে দৃষ্টিনন্দন ওয়াটারফল , দীর্ঘ পথে পায়ে হাঁটার ব্যবস্থা এবং অন্যান্য আকর্ষণীয় আয়োজন।
তাছাড়া রয়েছে স্থানীয় সুস্বাদু খাবার, দৃষ্টিনন্দন প্রাণীকুল এবং উদ্ভিদকুল।
দেশটিতে ভ্রমণকারীদের জন্য পাখির চোখে মাইন্ড ব্লোয়িং দৃশ্য দেখার ব্যবস্থা আছে ।
তাছাড়া দেশটিতে দীর্ঘ নৌপথে নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে । নদীর দু’পাশে দৃষ্টিনন্দন পর্বত এবং ঘন জঙ্গল দর্শনার্থীদের ভ্রমণে এক অভিনব অভিজ্ঞতা দিয়ে থাকে।
২. ব্রাজিল
ব্রাজিলে রয়েছে বিভিন্ন সংস্কৃতির মানুষের মিলবন্ধন । ল্যাটিন আমেরিকার বৃহত্তম এ দেশটি ভ্রমণের জন্য প্রতিবছর লক্ষ লক্ষ ভ্রমণকারী সমবেত হয়।
এ দেশটিতে রয়েছে বৃহৎ ওয়াটার ফল, সুবৃহৎ ভবন ও ঐতিহাসিক স্থাপনা যেগুলি ভ্রমণকারীরা উপভোগ করে থাকে ।
তাছাড়া এখানে পৃথিবীর বৃহত্তম কার্নিভাল ফেস্টিভাল হয়ে থাকে এবং ব্রাজিলের নিজস্ব সাম্বা নৃত্য খুবই জনপ্রিয়।
এখানকার দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ এর দৃশ্য ভ্রমণকারীদের অনেকটা ধ্যানের গভীরে নিয়ে যায়।
১. মেক্সিকো
এখানে ভ্রমণকারীদের জন্য রয়েছে দৃষ্টিনন্দন রিসোর্ট। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির আরবান ল্যান্ডস্কেপ গুলো খুবই অসাধারণ।
তাছাড়া এখানে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত অনেকগুলি ভবন। মেক্সিকোর সমুদ্রসৈকতে প্রতিবছর লক্ষ লক্ষ ভ্রমণকারী এসে থাকে।
এই লিস্টের বাইরেও যদি আপনার ল্যাটিন আমেরিকাতে পছন্দের কোন দেশ থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন । আপনার ভ্রমণ শুভ হোক।
