সিলেট সিটি করপোরেশন (সিসিক) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন মূল্যায়নে দেশের সবকটি সিটি করপোরেশনের মধ্যে এবারও প্রথম হওয়ার ধারাবাহিকতা ধরে রেখেছে।এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন ২০১৯-২০২০ অর্থবছরে ২০ টি দপ্তর ও সংস্থার মধ্যে সিসিক একধাপ এগিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমাণকসমূহ মূল্যায়নে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে প্রথম হয় সিলেট সিটি করপোরেশন।সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, নাগরিকদের সহযোগিতা আর কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা এবং কাউন্সিলদের অক্লান্ত পরিশ্রমের কারণেই সিসিকের এই ধারাবাহিক অর্জন সম্ভব হয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সিসিক মেয়র।মেয়র বলেন, নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ নিষ্ঠার সাথে সিসিকের সকল বিভাগ ও শাখা আরো গতিশীল ভূমিকা পালন করবে। নগরবাসীর সার্বিক সহযোগিতায় চলতি অর্থ বছরেও সফলতার এ ধারা অব্যাহত রাখতে চায় সিসিক।২০১৮-২০১৯ সালের অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মূল্যায়নে দেশের সকল সিটি করপোরেশনের মধ্যে সেরা হয়েছিলো এবং ২৪টি দপ্তর/সংস্থার মধ্যে ৩য় হয়েছিল সিলেট সিটি করপোরেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here