
সারাদেশ ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলা উপজেলার শাহজাহানপাড়া থেকে পুলিশ অভিযানে একজনকে ২৫ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার করা হয়েছে।
আটক মিজান শেখ (৩৮) মোংলা উপজেলার বোটতলা শেলা এলাকার বাসিন্দা।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মিজানকে ২৫ কেজি হরিণের মাংসসহ গ্রেপ্তার করে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
