ডেস্ক রিপোর্ট:  গত শনিবার, ২৪ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে যে মোবাইল ফোনে বিভিন্ন অপারেটরদের প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রাহকেরা এখন থেকে ‘ডু নট ডিস্টার্ব’ বা ‘ডিএনডি’ সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ  সরকারের এ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ক্ষেত্রবিশেষে বিভিন্ন মোবাইল অপারেটরদের প্রমোশনাল এসএমএস গ্রাহকের কাছে বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। এজন্য এখন থেকে গ্রাহকেরা সহজেই ‘ডু নট ডিস্টার্ব’ সেবার মাধ্যমে এসব বন্ধ করতে পারবেন।

প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রামীণফোনের গ্রাহকদের *১২১*১১০১#, রবি ও এয়ারটেলের *৭# এবং বাংলালিংকের *১২১*৮*৬#  ডায়াল করতে  হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here