
ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস মহামারির মধ্যেও বাংলাদেশের প্রবাসীরা গত এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, যা অর্থনীতিকে আরো গতিশীল করেছে ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রবাসীরা গত মাসে রেকর্ড পরিমাণ ২০৬ কোটি ৭০ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
উল্লেখ্য, প্রবাসীরা গত ২০২০ সালের এপ্রিল মাসে রেমিট্যান্স পাঠিয়েছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের এপ্রিল মাসে প্রায় ৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বেশি এসেছে ।
বিশেষজ্ঞরা আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বলে ধারণা করছেন ।
