Empty room with a black wall mockup

শপথ গ্রহণের পর পরই ইমিগ্র্যাশন সংস্ফ্যামিলি ইমিগ্রেশন ভিসার সর্বশেষ আপডেটকারের ঘোষণা দেবেন জো বাইডেন/ আবারো ব্যাপক পরিবর্তন আসছে সিটিজেনশীপ আইনে/ গ্রীনকার্ড ও রাজনৈতিক আশ্রয় বিষয়ে আসছে নতুন পরিবর্তন/

আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার 20 জানুয়ারি তারিখে শপথ নেবেন এবং অনেকে মনে করছেন তিনি ইমিগ্রেশনে সংস্কারের ঘোষণা দেবেন পাশাপাশি সিটিজেনশীপ আইনে গতিশীলতার আসবে । এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ১ কোটি ১০ লাখ অবৈধ (Undocumented) অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার সুযোগ তৈরি হবে।এছাড়া ওনারা পলিটিকাল এসাইলাম নিয়েও কাজ করবেন ।

প্রশ্ন: আমরা জানুয়ারি 2015 সালে আমেরিকাতে এসেছি এবং 2015 সালের 15 মার্চ পলিটিকাল অ্যাসাইলাম (Political Asylum) চেয়েছি । এরমধ্যে মে মাসে  আমাদের এক কন্যার জন্ম হয়েছে। এজন্য নাগরিকত্ব পেতে আমরা কতটা আশাবাদী হতে পারে?
উত্তর: এটা আপনার  মেয়ের জন্য একটা সুখবর। মেয়ে যেহেতু আমেরিকাতে জন্ম নিয়েছে সে ক্ষেত্রে আপনার মেয়ে জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব পেয়ে গিয়েছে । বাপ মার জন্য অতটা সুখবর না । কারণ এখানে সন্তান জন্ম দেওয়া বা না দেওয়ার এর সাথে পলিটিকাল অ্যাসাইলামের (Political Asylum) কোন সম্পর্ক নেই। বরং পলিটিকাল অ্যাসাইলামে আপনাকে যেটা করতে হবে সেটা হল আপনি বাংলাদেশে নির্যাতিত হয়েছিলেন অথবা যে দেশ থেকে আপনি এসেছেন সেদেশে নির্যাতিত হয়েছিলেন এবং ওই দেশে ফেরত গেলে আপনার নির্যাতনের সম্ভাবনা আরও বেশি । এই জিনিসটা যদি আপনি প্রমাণ করতে পারেন । তখনি আপনার অ্যাসাইলাম Approve করবে । আপনি উল্লেখ করতে পারেন যে আপনার সন্তানের জন্ম এদেশে  হয়েছে ।  ইমিগ্রেশন অফিস এটা আমলে নেবে । কিন্তু এই পলিটিকাল অ্যাসাইলাম  এর উপর এটি তেমন কোনো প্রভাব পড়বে না।

প্রশ্ন: যারা Student ভিসায় বাংলাদেশ থেকে আমেরিকাতে আসতে চাচ্ছে । আইএলটিএস (IELTS) করে বসে রয়েছে । তাদের ভিসা কখন থেকে চালু হবে?
উত্তর: Student ভিসা বাংলাদেশ থেকে দিচ্ছে । আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশের ঢাকাতে যে আমেরিকান এম্বাসি (US Embassy) আছে । তাদের কাছে আপনারা ইমেইল পাঠান ওরা কিন্তু সীমিত আকারে Student  ভিসা দিচ্ছে । আগে যেহেতু খুব তাড়াতাড়ি দিয়ে দিত। এখন ওরা ঠিক তিন মাস আগে দরখাস্ত করার জন্য বলছে । তার মানে কেউ যদি আগামী জুলাই মাসে আসতে চাই।  আমি বলব তাদেরকে এখন থেকেই দরখাস্ত করা উচিত । আর কেউ যদি আগামী FALL সেশনে আসতে চাই যেটা আগস্ট মাসে শুরু হবে । আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই তাদের কে দরখাস্ত করতে হবে ।

প্রশ্ন: আমার ছেলে হিমোফিলিয়া রোগী। ওর দুটো পা ডিজেবল ।  বয়স17 প্লাস । আমরা মনে করি আমেরিকায় এ রোগের  উন্নত চিকিৎসা আছে ।  এজন্য আমরা ফ্যামিলি ভিসার জন্য এপ্লাই করতে পারি ? কিভাবে করব?
উত্তর:  হ্যাঁ  আপনারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারেন। যেহেতু আপনার সাথে একজন অসুস্থ রোগী আছেন সেজন্য ভালো হয় ভিসা বিষয়ে অভিজ্ঞ একজন অ্যাটর্নির সাথে পরামর্শ করে নেওয়া ।  এবং এই রোগের চিকিৎসা আমেরিকায় যে মেডিকেল ইনস্টিটিউট আছে তাদের সাথে যোগাযোগ করে অ্যাপোয়েন্টমেন্ট সেট করে কাগজপত্র রেডি করে অ্যাম্বাসিতে জমা দিলে আপনাদের ভিসা পেতে সহজ হবে । তবে অবশ্যই অ্যাটর্নির পরামর্শ অনুযায়ী করবেন।

প্রশ্ন: আমার সিটিজেনশিপ এর ইন্টারভিউ 20 জানুয়ারি । কিন্তু আমি এই মুহূর্তে ইন্টারভিউ দিতে চাচ্ছি না। Reschedule করতে হলে কি করতে হবে? ছয় মাস পর কি করতে পারি?
উত্তর: Reschedule  এর জন্য আপনাকে ইমিগ্রেশন এর যে নাম্বার দেয়া হয়েছে ওই নাম্বারে ফোন করেন অনুরোধ করতে পারেন অথবা অনলাইনে ইমেইল করতে পারেন ।

প্রশ্ন: আমি আমেরিকাতে 2016 সালে ভিজিট ভিসা নিয়ে । আসি এরপর আমি অ্যাসাইলাম (Asylum) কেস  করি এবং বিবাহ করি । বাংলাদেশ আমার মা খুব অসুস্থ এ জন্য আমি ট্রাভেল ভিসা নিয়ে বাংলাদেশের যেতে চাচ্ছি । এখন যদি আমি বাংলাদেশের যায় তাহলে কি আমার কোন সমস্যা হবে?
উত্তর: আপনি যেহেতু এসাইলাম করেছেন আপনার অবশ্যই একজন এটর্নি আছে  । এজন্য আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন  ।

পরামর্শ যদিও জো বাইডেন ক্ষমতা নেয়ার পর সিটিজেনশিপ এবং ইমিগ্রেশনের যে জটিলতা আছে  সেগুলো কিছুটা লাঘব হবে । তারপর ও আপনারা যে কোন  আবেদন করার আগে অবশ্যই একজন সার্টিফাইড অ্যাটর্নির সাথে পরামর্শ করে ভেবে চিন্তে খোঁজখবর নিয়ে শুরু করবেন  ।সবার জন্য শুভকামনা  ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here