
প্রশ্ন:আমি ভার্জিনিয়া থেকে বলছি। আমি শুনেছি বাংলাদেশ থেকে যদি কেউ আমেরিকাতে ৫০ হাজার ডলার ডোনেশন দেই, তাহলে নাকি এদেশে আসতে পারে এবং আমেরিকান সিটিজেনশিপ পেতে পারে। বিস্তারিত জানতে চাই?
উত্তর: এটা একটা মিস ইনফর্মেশন (ভুল তথ্য)। আমেরিকান ইমিগ্রেশন প্রক্রিয়ায় ডোনেশনের সিস্টেম নাই। তবে আমেরিকার গ্রীন কার্ড পাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে সম্ভব। সেক্ষেত্রে আপনাকে নাইন হান্ড্রেড থাউজেন্ড মার্কিন ডলার ইনভেস্ট করতে হবে।
প্রশ্ন: আমি মেরিল্যান্ড থেকে বলছি ।আমার বাবা গ্রীন কার্ড হোল্ডার । আমার জন্য ২০১৯ সালের মে মাসে আবেদন করেছে। আমার বয়স 21 বছরের বেশি হয়ে গেছে। এখন কি আলাদাভাবে আবেদন করতে হবে?
উত্তর: এক্ষেত্রে আপনাদের কাগজপত্র যাচাই-বাছাই করতে হবে। সবথেকে ভালো হয় একজন দক্ষ অ্যাটর্নির সাথে পরামর্শ করলে।
প্রশ্ন: আমার স্বামী আমেরিকার সিটিজেন। ২০১২ সালে তার ভাই-বোনদের জন্য আবেদন করেছে। কিছুদিন আগে আমরা সবার জন্য অ্যাপ্রভাল লেটার পেয়ে গিয়েছি এবং ওয়েবসাইটে গিয়ে ফি প্রদান করতে বলা হয়েছে। কিন্তু ওয়েবসাইটে গিয়ে আমি ফি প্রদান করার কোন অপশন খুঁজে পাইতেছিনা । কি করতে পারি?
উত্তর: বর্তমানে যখন কোন আবেদনপত্র অ্যাপ্রুভ হয়, তখন সেই ডকুমেন্টগুলো ভিসা সেন্টারে চলে যায়। তখন নেশনাল ভিসা সেন্টার একটা ইনফর্মাল লেটার পাঠিয়ে থাকে। এজন্য যে তারা চিঠিটা পেয়েছে। তবে এই প্রক্রিয়াটা এখনো এত সিরিয়াস পর্যায়ে আসেনি। যার জন্য ওয়েবসাইটে ফি প্রদান করার অপশনটি অতটা একটিভ না। এক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করতে হবে. যখনই এই আবেদনপত্রটি প্রায়োরিটির মধ্যে আসবে তখন এটা ঠিক করে দিবে।
প্রশ্ন: আমি আমেরিকার সিটিজেন। আমি আমার ভাইয়ের জন্য আবেদন করেছি ২০১০ সালে। তার আবেদনের অ্যাপ্রভাল হয়ে গিয়েছে। কিন্তু সে এখন স্কটল্যান্ডে থাকে এবং সে স্কটল্যান্ড এর সিটিজেন। প্রক্রিয়া শেষ হতে কতদিন লাগতে পারে?
উত্তর: ভাই বোনেরা বিভিন্ন দেশের সিটিজেন হলে, কোন একটি নির্দিষ্ট দেশের সিটিজেনশীপ এর জন্য আবেদন করার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়। তারা যে দেশের সিটিজেন সে দেশে আবেদন করবে, না যে দেশে জন্মগ্রহণ করেছে সে দেশ থেকে আবেদন করবে। তবে প্রিন্সিপাল আবেদনকারী যে দেশের জন্য আবেদন করবে, সে চাইলে ওই দেশে যে কনস্যুলেট আছে সেই কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে পারে। সে ক্ষেত্রে ন্যাশনাল ইমিগ্রেশন সেন্টারে একটা রিকুয়েস্ট করতে হবে কনস্যুলেটের মাধ্যমে আবেদন করার জন্য। এবং সহজেই কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শেষ করতে পারবে। যেটা প্রমাণ করতে হবে সেটা হলো, যে উনি স্কটল্যান্ডের নাগরিক এবং স্কটল্যান্ডে আছে। সে ক্ষেত্রে উনার আমেরিকার সিটিজেন পাওয়ার ক্ষেত্রে স্কটল্যান্ডে অবস্থিত আমেরিকান কনস্যুলেটের মাধ্যমে আবেদন করতে হবে । এই পুরো প্রক্রিয়াটা সংশ্লিষ্ট যথাযথ ডকুমেন্ট এর মাধ্যমে আমেরিকান ইমিগ্রেশন অফিসের প্রমাণ করতে হবে এবং এটা প্রমাণ হওয়ার পর পর্যায়ে ক্রমে স্কটল্যান্ডে কনস্যুলেটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ।
প্রশ্ন: আমার বাবা আমেরিকান সিটিজেন। তার সৎ বোনের জন্য গত বছর আবেদন করেছিল। কিন্তু আবেদন করার সময় এটা আবেদনপত্রে তাকে সৎ বোন হিসেবে দেখায়নি। সে ক্ষেত্রে এখন কি কাগজপত্র নিয়ে কোনো সমস্যা হবে?
উত্তর: সবথেকে ভালো হয় আপনারা আবেদন করার পূর্বে সব তথ্য সঠিকভাবে জেনে-শুনে-বুঝে প্রদান করবেন। কারন আপনারা কোন তথ্য যদি লুকিয়ে থাকেন, তাহলে সেটি কিন্তু ঢাকা আমেরিকান এম্বাসিতে গিয়ে ধরা পড়বে । কোনরকম প্রলোভনে বা কোনরকম ভুল ইনফরমেশন এর মাধ্যমে, কোন ধরনের তথ্য আপনার লুকানোর চেষ্টা করবেন না।
প্রশ্ন: আমার ভাইয়ের জন্য আমার বাবা ২০১৪ সালে আবেদন করেছিল। এরপর আমার বাবা মারা যায় । তারপর আমরা ইমিগ্রেশন কর্মকর্তাদেরকে এই বিষয়টি জানায়। তখন আবেদনপত্রটা রিজেক্ট হয়ে গিয়েছিল। এখন কি নতুন ভাবে ফ্যামিলির সহযোগিতায় আমার ভাইয়ের জন্য আবেদন করতে পারবো?
উত্তর: এখন নতুন করে আবেদন করতে কোন বাধা নেই।
ফেসবুকের কমেন্ট বক্স থেকে নেওয়ার প্রশ্ন সমূহ:
প্রশ্ন: আমি 30 সপ্তাহ গর্ভবতী। আমি একজন গ্রিন কার্ড হোল্ডার। আমি ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি মাসে আমেরিকাতে এসেছি । আমি আমার মায়ের জন্য আবেদন করতে চাই। আমি কি আবেদন করতে পারব?
প্রশ্ন: F4 ভিসা সম্পর্কে বলুন?
প্রশ্ন: আমার ভাই আমেরিকার সিটিজেন। সে আমার জন্য তিন বছর আগে আবেদন করেছিল । আমরা এরপর কোনো আপডেট পাইনি নাই। এখন কি করতে পারি ?
প্রশ্ন: আমি আমেরিকার সিটিজেন। আমি আমার দুই বোনের জন্য ২০১৫ এবং ২০১৬ সালে আবেদন করি। আমি receipt পেয়েছি । কিন্তু এখনো approval letter পাইনি । এখন কি করতে পারি ?
প্রশ্ন: ছেলে মেয়ের বয়স ২১ বছরের বেশি হয়ে গেলে, আবেদন করার পর কতদিন সময় লাগতে পারে ?
প্রশ্ন: স্পাউস ভিসা ইন্টারভিউ এর সময় কি ধরনের ডকুমেন্ট সাথে নিতে হয়?
প্রশ্ন: আমি আমেরিকা সিটিজেন। আমি আমার ওয়াইপ এবং ৮ বৎসর বয়সি ছেলের জন্য এপ্লায়েই করতে কি কি ডকুমেন্ট লাগবে?
প্রশ্ন: আমার ভাই এর জন্য তার স্ত্রী আবেদন করছে প্রায় ২ বৎসর। এখনো কোনো আপডেট পাইনি। কি করতে পারি?
প্রশ্ন: আমার এছাইলেম এপরুব হয়েছে এবং greencard এর এপলাই করি। অনেক দিন হয়েগেছে, কাড পাইনি। এর কোন আপেডড আছে কি?
প্রশ্ন: আমিগ্রীন কার্ড হোল্ডার। ২০১৭ সালের ১৬ জুন আমার স্বামীর জন্য আবেদন করি । এখনো কোনো আপডেট পাইনি। এ জন্য কি করতে পারি?
প্রশ্ন: আমার শ্যালক ২০০৬ আমি আমার ওয়াইফ ও ফ্যামিলির জন্য আবেদন করেছিল। আজ পর্যন্ত এটার কোনো আপডেট পাইনি। কি করব?
প্রশ্ন: ২১ বছরের ছোট ভাইবোনের জন্য apply করা হলে, interview letter আসতে যদি ২১ বছর পেরিয়ে যায় তাহলে কি ভিসা পাবে?
