আইটি ডেস্ক: প্রথমবারের মতো মোট নয়জন বাংলাদেশি তরুণ ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকায় স্থান পেয়েছে।

গত সোমবার, এপ্রিল ১৯ তারিখে প্রখ্যাত ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বসের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।

২০১১ সাল থেকে ফোর্বস তাদের ‘থার্টি আন্ডার থার্টি ‘ তালিকাতে ত্রিশ বছরের কম বয়সী তরুণদের বিভিন্ন ক্যাটাগরিতে তালিকাভুক্ত করে আসছে।

২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মোট নয়জন বাংলাদেশি তরুণ তাদের অসামান্য কাজের জন্য তালিকাভুক্ত হয়েছেন।

এ বছর কেবল ত্রিশ বছরের কম বয়সী নয় জন বাংলাদেশি তরুণদের কাজ তিনটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে: ব্যবসা প্রযুক্তি, সামাজিক প্রভাব এবং প্রথমবারের মতো চালু রিটেইল ও ই-কমার্স।

তালিকায় স্থান পাওয়া সফল নয় বাংলাদেশি তরুণ হলেন- শেহজাদ নূর তাওস প্রিয় (২৪) ও মোতাসিম বীর রহমান (২৬), সহপ্রতিষ্ঠাতা, গেজ টেকনোলজিস; মীর সাকিব (২৮), প্রতিষ্ঠাতা, স্টার্টআপ ক্র্যামস্ট্যাক; শোমী হাসান চৌধুরী (২৬) ও রিজভী আরেফিন (২৬), সহপ্রতিষ্ঠাতা, অ্যাওয়ারনেস ৩৬০; আহমেদ ইমতিয়াজ জামি (২৭), প্রতিষ্ঠাতা, অভিযাত্রিক ফাউন্ডেশন; রিজভানা হৃদিতা (২৮) ও মো জাহিন রোহান রাজীন (২২), সহপ্রতিষ্ঠাতা, হাইড্রোকো প্লাস; এবং মোরিন তালুকদার (২৭), সহপ্রতিষ্ঠাতা, পিকাবো।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here