বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী ৪ অক্টোবর থেকে সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। এজন্য যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) কর্মকর্তাদের সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে বেবিচক।জানা গেছে, ১৬ সেপ্টেম্বর বেবিচক ও যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের (ডিএফটি) ভার্চুয়াল সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় ডিএফটি ফ্লাইট চালুর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে। সভায় এভিয়েশন সিকিউরিটি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সিলেট-লন্ডন-সিলেট রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে এভিয়েশন সিকিউরিটি সম্পর্কিত আলোচনা হয়। বেবিচক ও ডিএফটি যৌথ পরিদর্শনের সুপারিশমালা বাস্তবায়ন ও আগামী অক্টোবর থেকে বিমান চলাচল শুরুর যাবতীয় প্রস্তুতি সম্পন্নের কথা উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান অনুমোদনের পর্বটি দ্রুততার সঙ্গে শেষ করার অনুরোধ করেন।এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান,  সভায় আগামী ৪ অক্টোবর থেকে সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তের কথা আমরা জানিয়েছি। ইউকে ডিএফটি বলেছে, তারা দ্রুত উদ্যোগ নেবে। ফের ডিএফটি টিম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করবে।এর আগে গত ১৬ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন-সিলেট রুটে সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয়। বিমান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীসহ প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী সময়ে গত ৪ আগস্ট বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে পুনরায় লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে বলা হয়।

Sent from my iPhone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here