
যারা ফাস্ট টাইম পিপিপি লোনের জন্য আবেদন করবেন তাদের জন্য SBA এবং ট্রেজারি ডিপার্টমেন্ট তারা ওয়েবসাইট চালু করেছে জানুয়ারি ১১ তারিখ থেকে এবং SBA বর্তমানে কমিউনিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আবেদন পত্র গ্রহণ করা শুরু করেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে মার্চের ৩১ ।
যাদের লোন এর আবেদন ইতিমধ্যে Denied হয়েছে তারা Reconsederation এর জন্য আবেদন করার জন্য SBA কে ইমেইল করতে হবে । আপনারা যদি আগে EIDLলোন এর জন্য আবেদন করেন তাহলে কিন্তু আর পুনরায় আবেদন করবেন না, ডুবলিকেট দেখাবে ।
কারা পিপিপি লোনের জন্য ইলিজিবল Eligible
Sole প্রোপাইটর (একক মালিকানা), ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, self-employed পারসন এর জন্য আবেদন করতে পারবে । এই লোনের জন্য আপনাদের কোন গ্রান্টেড (Gaurenteer) দরকার নাই ।
প্রশ্ন: আমি একজন উবার চালক । আমি unemployment লোন পেয়েছি গতবছর অগাস্ট মাসে । এরপর আমি ডিসেম্বর পর্যন্ত কাজ করেছি ।SBA এর কিছু অর্থ আমার কাছে রয়ে গিয়েছে । সে ক্ষেত্রে কি কোন নিয়ম আছে যে এত তারিখের মধ্যে ব্যবহার করতে হবে?
উত্তর: এই লোন শুধুমাত্র বিজনেস পারপাস এর খরচ করতে হবে । এখন যেহেতু আপনি কোন ব্যবসা করছেন না । সেই ক্ষেত্রে আপনি ব্যাঙ্কে (Bank) রেখে দিতে পারেন । এখানে কোন রেস্ট্রিকশন (Restriction) নেই যে আপনাকে এক বছরের মধ্যেই খরচ করতে হবে । আর যতদিন আপনার প্রয়োজন আপনি ততদিনই ব্যবহার করতে পারবেন ।
প্রশ্ন: আমার মায়ের গ্রীন কার্ড আছে । উনি বাংলাদেশের যাবেন । দেশে কতদিন পর্যন্ত থাকতে পারবেন?
উত্তর: কোন ভাবেই উনি এক বছরের বেশি থাকতে পারবে না । কিন্তু এখন যেটা হচ্ছে তা হচ্ছে, ছয় মাস থাকলেই এম্বাসী (Embassy) থেকে নানারকম তাকে প্রশ্ন করে । সুতরাং খুব সাবধান গ্রীন কার্ড নিয়ে বেশিদিন আমেরিকার বাইরে থাকা ঠিক না ।
প্রশ্ন: যারা এখনো ৬০০ ডলার স্টিমুলাস শেখ পাননি তারা কি করবেন?
উত্তর: TAX filing এর সময় Recovery Rebate Credit এর মাধ্যমে পেয়ে যাবেন ।
প্রশ্ন: আমি Uber ড্রাইভার । আমি কি পিপিপি লোনের জন্য আবেদন করতে পারি?
উত্তর: অবশ্যই, কারণ আপনি self-employment আছেন । আপনি লোনের জন্য আবেদন করতে পারেন । আপনি যদি এলিজেবল হন সেক্ষেত্রে আপনি লোন পাবেন । তবে একটা বিষয় মনে রাখতে হবে তা হল এম্প্লয়মেন্ট employment থাকাবস্থায় পিপিপি লোনের জন্য আবেদন করতে পারবেন না ।
প্রশ্ন: আমরা TAX পেমেন্ট করেছি । কিন্তু IRS এর রেকর্ড নাই । কি করতে পারি?
উত্তর: এক্ষেত্রে জমা দেয়ার তথ্যের জন্য ব্যাংক Statement নিয়ে IRS এর সাথে যোগাযোগ করলে আপনার সমস্যার সমাধান হবে ।
প্রশ্ন: আমি SBA লোন পেয়েছি কিন্তু খুবই সামান্য । আমি দ্বিতীয়বার লোনের জন্য আবেদন করতে পারি কিনা?
উত্তর: আপনি প্রথমবার SBA লোন অল্প পরিমাণ পেয়েছেন । সেক্ষেত্রে আপনার উচিত হবে প্রপার ডকুমেন্টস দিয়ে Reconsideration এর জন্য আবেদন করা । তখন আপনি আপনার প্রত্যাশিত লোন এমাউন্ট (amount) পেয়ে যাবেন । কিন্তু কোনো অবস্থাতেই উচিত হবেনা পুনরায় আবেদন করা কারণ । এটা ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবে । বিস্তারিত sba.org.
প্রশ্ন: আমি বেইজমেন্ট থাকি । বাড়িওয়ালা আমাকে রেন্ট relief এর ব্যাপারে সহযোগিতা করছেন । আমি কি করবো ?
উত্তর: অনেক বেইজমেন্ট আছে লিগাল আবার অনেক বেইজমেন্ট আছে ইলিগ্যাল । এক্ষেত্রে আপনি আপনার বাড়িওয়ালাকে অনুরোধ করতে পারেন ।
প্রশ্ন: আমি আন ইম্প্লেমেন্ট ( Unemployment) বেনিফিট পাচ্ছি । আমাকে কি জব সার্চ করতে হবে ?
উত্তর: আসলে প্যানডেমিক (Pandemic) এর মধ্যে এটা ছিল না । কিন্তু বর্তমানে কতৃপক্ষ মনে করছে তাদের যারা আন-এম্প্লয়মেন্ট (Unemployment) বেনিফিট পাচ্ছে তাদের উচিত নিজে থেকে জব খোঁজ করা । সেক্ষেত্রে IRS এগুলো খোঁজ নেবে । সব থেকে ভালো হয় আপনার যদি সুযোগ থাকে তাহলে আমি পেমেন্ট বেনিফিট পাওয়ার পাশাপাশি জব সার্চ করতে থাকেন ।
প্রশ্ন: আমি গত দুই সপ্তাহ ধরে Unemployment পাওয়ার জন্য আবেদন করছি । কিন্তু কোন Responce পাচ্ছি না। কি করব?
উত্তর: এ ধরনের সমস্যা নিউইয়র্ক এ হয়েছে । গতকাল রাতে কর্তৃপক্ষক টুইট করেছিলেন যে তাদের সিস্টেমের সমস্যা ছিল । তারা সেটা ঠিক করেছে । আপনাকে এজন্য অপেক্ষা করতে হবে । পাশাপাশি ফোন করে জেনে নিতে পারবেন ।
এবারের ট্যাক্সেশন অতীতের অন্য ট্যাক্সেশন থেকে সম্পূর্ণ আলাদা । এখানে বিভিন্ন রকম নিয়মকানুন যুক্ত হতে যাচ্ছে । সাধারণত IRS জানুয়ারির ১৫ তারিখে Taxation শুরু করে । কিন্তু এবার তারা ফেব্রুয়ারির ১২ তারিখে শুরু করতে যাচ্ছে । আপনারা ট্যাক্স ফাইল এর সময় সচেতন থাকবেন এবং সঠিক তথ্য দিবেন । তাছাড়া অবশ্যই একজন ট্যাক্স বিষয়ে দক্ষ ব্যক্তির পরামর্শক্রমে ট্যাক্সেশন করবেন ।
