
নতুন ইমিগ্রেশন নিতিমালা | TBN Special |
তারিখ: রবিবার, 24 জানুয়ারি 2021
অতিথি : এটর্নি নরেশ এম গেহি, ফোন নাম্বার (347) 724-6171
উপস্থাপনায় : এ এফ মিসবাহউজ্জামান
বিষয় : নতুন ইমিগ্রেশন নিতিমালা/ ফ্যামিলি পিটিশন
জো বাইডেন আমেরিকাতে বসবাসরত ১১ মিলিয়ন অবৈধ যারা আছেন তাদেরকে আমেরিকান সিটিজেনশিপ দেওয়ার জন্য ৮ বছরের পরিকল্পনা গ্রহণ করেছে। এ জন্য প্রথম পাঁচ বছর তাদেরকে অবজারভেশনে রাখা হবে এবং গ্রিন কার্ড দেওয়া হবে। এর পরবর্তী তিন বছর তারা স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে।
তবে যারা কৃষক আছেন তাদের জন্য এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অনেকটা সহজ হবে। যেকোনো সময় এই প্রক্রিয়া শুরু হতে পারে। এজন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রস্তুত করে রাখবেন। তাছাড়া অবৈধ নাগরিকদের এলিয়েন (Alien) না বলে non-resident হিসেবে গণ্য করার ব্যাপারে বাইডেন সরকার গুরুত্ব দিয়েছে।
যারা এসাইলাম CASE এ আছেন, তাদের জন্য এখন একটা বেস্ট সময়। আপনাদের ফাইলগুলো প্রস্তুত করে রাখেন। এটিকে আপনারা হেলায় দেখবেন না। এটা আপনাদের সবার জন্য একটা সুযোগ। এজন্য আগে থেকে একজন দক্ষ উকিলের সাথে যোগাযোগ করুন।
প্রশ্ন: আমি সিএসএস (CSS) কেস করেছি। যেটি ডিনাইড (denied) হয়েছে। আমি কি আবেদন করতে পারব কিনা?
উত্তর: এই মুহূর্তে আপনি পারবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে।
প্রশ্ন: আমি বাংলাদেশ থেকে বলছি। F4 ক্যাটাগরির ভাই-বোনের জন্য আবেদন পত্র 31 Mach বন্ধ করা হয়েছিল। এখন এ ব্যাপারে বাইডেন সরকার কি কোন ব্যবস্থা নিচ্ছেন?
উত্তর: ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন প্রসেস এ এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। এজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।
প্রশ্ন: আমি আমেরিকার সিটিজেন। আমার অবিবাহিত একটি ছেলে আছে। তার বয়স 21 বছরের বেশি। সে বাংলাদেশ থাকে। আমি কি তার জন্য আবেদন করতে পারবো? আমি কিভাবে আবেদন করব?এবং কতদিন সময় লাগতে পারে?
উত্তর: ইমিগ্রেশন বিষয়ে একজন দক্ষ অ্যাটর্নি সহযোগিতা নিয়ে আপনি আবেদন করতে পারবেন এবং এটার জন্য প্রায় চার বছর লেগে যেতে পারে।
প্রশ্ন: সিটিজেনশীপ পরীক্ষার জন্য আগের মত কি ১০০ প্রশ্ন থাকবে। না এখন বাড়ানো হয়েছে?
উত্তর: ইতিমধ্যে বাড়ানো হয়ে গেছে এখন ১০০ এর বেশি প্রশ্ন করা হয়ে থাকে।
প্রশ্ন: আমি আমেরিকার সিটিজেন। আমার স্বামী জন্য ২০১৭ সালে আবেদন করেছি। আমাদের পরবর্তী হেয়ারিং ২০২৩ সালে। ইমিগ্রেশন এর নতুন আইনে আমাদের হেয়ারিং এর ডেট কি এগিয়ে আসবে?
উত্তর: আমরা এখনো বলতে পারছিনা। নতুন আইনের কপি হাতে না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
প্রশ্ন: আমার বাবা ২০০৯ সালে আমার ভাইয়ের জন্য আবেদন করেছিলেন। আমার ছোট ভাই নরওয়েতে প্রায় পাঁচ বছর ধরে বসবাস করে। এখনো কোনো আপডেট পাইনি কি করতে পারি?
উত্তর: যেহেতু সে বাংলাদেশী নাগরিক এবং নরওয়েতে বসবাস করে। সে ক্ষেত্রে আমেরিকান সিটিজেনশিপ পেতে তার অনেক ঝামেলা হবে। এ জন্য সবথেকে ভালো হয়, পুনরায় আবেদন করার আগে তাকে বাংলাদেশে বসবাস করা শুরু করা। এর কয়েক বছর পর তার জন্য আবেদন করা।
প্রশ্ন: আমি নিউজার্সি থেকে বলছি। আমার বাবা ও মায়ের বয়স ৬৫ বছরের বেশি এবং তারা গ্রিন কার্ড হোল্ডার। তারা বিগত ১৫ বছরে কখনোই একটানা আমেরিকাতে বসবাস করেনি। তারা কি এখন সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারবে?উত্তর: এজন্য আপনি একজন দক্ষ অ্যাটর্নি এর সাথে যোগাযোগ করেন।
প্রশ্ন: নতুন ইমিগ্রেশন আইনে এসাইলাম Seeker দের কি করতে পারে?
উত্তর: সম্পন্ন আইনের কপি হাতে আসলে যাওয়া যাবে।
ফেসবুকের কমেন্ট বক্স থেকে কিছু প্রশ্ন
প্রশ্ন: ফ্লোরিডা থেকে বলছি। আমি আমার বিবাহিত বোনের জন্য ২০১২ সালে আবেদন করেছি। এরপর কোনো আপডেট পাইনি। আমি কি করতে পারি?
প্রশ্ন: ইমিগ্রেশন প্রক্রিয়ায় ফ্যামিলি পিটিশনের কোনো আপডেট আছে কিনা?
প্রশ্ন: আমি ২০১৭ সালে আমেরিকাতে এসে এসাইলাম কেস করি। এখনো পর্যন্ত কোনো ইন্টারভিউয়ের কল পাইনি। আমি কি করতে পারি এখন?
প্রশ্ন: ৩১ মার্চের আগে F21 visa processing কি শুরু হতে পারে?
প্রশ্ন: আমার দুই বার asylum case denied হয়েছে। এরপর motion reopenএর জন্য আবেদন করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো response পাইনি। এখন কি করা উচিত? এবং কিভাবে তার Case স্ট্যাটাস চেক করব?
প্রশ্ন: আমি আমার স্ত্রী ও দুই কন্যা সন্তানের জন্য আবেদন করেছি ২০১৪ সালে। বর্তমানে আমার দুই সন্তানের বয়স ১৬ বছরের নিচে। আমার পরবর্তী হিয়ারিং ডেট ২০২২ সালে। বাইডেন সরকারের আমলে আমার দুই কন্যা কি কোন সহযোগিতা পাবে?
প্রশ্ন: আমি Greencard Holder। আমার স্ত্রীর জন্য ২০১৮ সালের সেপ্টেম্বরে আবেদন করেছিলাম। এখনো পর্যন্ত approval এর জন্য অপেক্ষা করছি। পরবর্তী পদক্ষেপের জন্য আমার কত দিন লাগতে পারে?
প্রশ্ন: ২০০৭ অক্টোবর এ F4 এর দরখাস্ত করেছিলাম। আর কত দিন লাগবে?
প্রশ্ন: আমি ২০১৪ সালে Asylum কেস ফাইল করেছি। আমার পরবর্তী হেয়ারিং ২০২২ সালে। আমি বাইডেন সরকারের অভিবাসন আইনে কিভাবে কেস প্রসেস করতে পারি?
