
ডেস্ক রিপোর্ট: গত রবিবার (২ মে) সাস্সুয়োলোর বিপক্ষে আতালান্তা ১-১ ড্র করায় মাঠে না নেমেই সেই দীর্ঘ ১১ বছর পর প্রথম ইতালিয়ান সিরি’আ শিরোপা জিতলো ইন্টার মিলান।
১৯তম বারের মতো লিগ শিরোপা জিতল ইন্টার মিলান এবং সেই সাথে জুভেন্টাসের নয় বছরের রাজত্বের শেষ হলো।
