
চলুন জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য
থার্ড স্টিমুলাস চেক ২০০০ অথবা ১৪০০ ডলার হওয়ার সম্ভাবনা কতটা?
মোঃ হাশেম এর মতে, এজন্য মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ unemployment বেনিফিট extend করেছে মার্চের 14 তারিখ পর্যন্ত। এজন্য ধারণা করা হচ্ছে এরপর তৃতীয় স্টিমুলাস চেক ইস্যু করতে পারে।
আশা করা হচ্ছে ২০০০ ডলার স্টিমুলাস দেওয়া হবে। সুমারু ইঙ্গিত দিয়েছেন ও মার্চের মাঝামাঝি এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন।
স্টিমুলাস চেক পেতে দেরি হওয়ার কারণ সমূহ
আগের স্টিমুলাস প্যাকেজ এখনো ১৩ মিলিয়ন লোক পায়নি যে সকল কারণে
১. ২০১৯ সালে যাদের ট্যাক্স রিটার্ন করার সময় ডাইরেক ডিপোজিট ছিল তাদের স্টিমুলাস ব্যাংকে ডাইরেক ডিপোজিট হয়ে গেছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিলনা তাদেরকে চেক অথবা ডেবিট কার্ড পাঠানো হয়েছে। আপনি যখন ট্যাক্স রিটার্ন এর সময় ব্যাংক একাউন্ট দিয়েছিলেন somehow একাউন্টে deactivated হয়ে গেছে এ কারণে IRS আপনাকে টাকা দিতে পারছে না। তবে টাকা আবার IRS এর কাছে ফেরত যাবে এবং আপনি যে Address দিয়েছেন সেখানে পুনরায় পাঠানো হবে । এজন্য একটু সময় লাগতে পারে।
২. আপনি যদি ২০১৯ সালে ট্যাক্স রিটার্ন না করে থাকেন সেক্ষেত্রেও চেক পেতে একটু সময় লাগতে পারে।
৩. আবার 2019 সালে আপনি ট্যাক্স রিটার্ন করেছেন কিন্তু প্রক্রিয়া শেষ হয়নি।
৪. TurboTax এবং H&R Block এর মাধ্যমে যারা ট্যাক্স রিটার্ন করেছেন। অনেক সময় আপনাদের ফি টা পকেট থেকে না দিয়ে আপনাদের রিফান্ড থেকে দেওয়া হয়। সে ক্ষেত্রে অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করা হয় যার জন্য ডিরেক্ট চেক পৌঁছাতে দেরি হয়।
৫. যদি আপনি recently Move on তাহলে আপনার Address এ পাঠিয়ে থাকলে আপনি পাচ্ছেন না । এজন্য আপনি 2020 ট্যাক্স রিটার্ন করার সময় Address আপডেট করলে পেয়ে যাবেন।
প্রশ্ন: আমার দুই ভাগ্নি আছে যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে এসেছে এখানে স্কুলে ভর্তি হয়েছে ওরা কি স্টিমুলাস প্যাকেজ এর অধীনে অন্তর্ভুক্ত হবে?
উত্তর: এর জন্য যদি ফাইলিং রিকোয়ারমেন্ট এ না থাকে তাহলে নন ফাইল এর আন্ডারে আপডেট করবেন। সে ক্ষেত্রে IRS আপনাকে স্টিমুলাস দিতে পারে। এজন্য IRS এর ওয়েবসাইটে আপনাকে আপডেট করতে হবে।
প্রশ্ন: আমার দুইটা বাচ্চা আছে তাদের বয়স 22 বছর কলেজে পড়াশোনা করে। তারা স্টিমুলাস প্যাকেজ পাবে কিনা?
উত্তর: এজন্য আপনাকে ওদেরকে ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তবে অবশ্যই আপনার ইনকাম লো হতে হবে । ইনকাম বেশি হলে আপনি পাবেন না।
প্রশ্ন: SBA Loan আমি অন্য একাউন্টে ট্রানস্ফার করতে পারব কিনা?
উত্তর: এক্ষেত্রে আপনি শুধুমাত্র বিজনেস রিলেটেড একাউন্টে ট্রানস্ফার করতে পারবেন। আপনি এস বি এ লোন নেওয়ার জন্য১৯ নং পৃষ্টায় শর্ত এন্ড কন্ডিশন পড়ে স্বাক্ষর করেছেন সেখানে এগুলি উল্লেখ ছিল। মনে রাখতে হবে সরকার কবিরের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসার ক্ষতি পোষানোর জন্য এই লোনটি চালু করেছে সে জন্য শুধুমাত্র আপনি ব্যবসা সংশ্লিষ্ট কাজে এই লোনের টাকা ব্যবহার করতে পারবেন।
প্রশ্ন: আমার মায়ের বয়স 75 বছর। উনি এখনো স্টিমুলাস প্যাকেজ পাননি। উনি আমার আমার বড় বোনের সাথে । উনার কি পাওয়ার সম্ভাবনা আছে?
উত্তর: ডিপেন্ডেন্ট যদি থাকে আর বয়স যদি ১৭ এর বেশি হয় তাহলে স্টিমুলাস পাবেন না । ডিপেন্ডেন্ট প্যারেন্ট থাকলেও এটা পাওয়া যাবে না। উনি যদি ডিফেন্ডার না থেকে আলাদা ভাবে আবেদন করে তাহলে তিনি স্টিমুলাস পাওয়ার যোগ্যতা অর্জন করতেন।
প্রশ্ন: জানুয়ারি বেবি হয়েছে তাহলে কি আমরা ২০২০ ট্যাক্স রিটার্ন করলে স্টিমুলাস পাব?
উত্তর: আপনি যদি TAX Return এর সময় রিভিউ করে থাকেন তাহলে এটা পাবেন।
প্রশ্ন: স্টিমুলাস এর সুবিধা ভোগী মৃত্যুবরণ করলে কি হবে?
উত্তর: এক্ষেত্রে এটি সরাসরি IAS এর কাছে রিটার্ন যাবে।
প্রশ্ন: বেকার ভাতা বন্ধ হয়ে গেছে কি করব?
উত্তর: সাধারণ এটা হয় না। সিস্টেম লস এর কারনে এটি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে লেবার বিভাগের সাথে কথা বলে সমাধান করে নিতে হবে।
প্রশ্ন: Paycheck Protection Program (PPP) apply Document preparations এর জন্য করনীয়।
উত্তর: PPP এর জন্য ২৮৪ বিলিয়ন ডলার ঘোষণা করা হয়েছে। এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আশা করা হচ্ছে অতি শীঘ্রই শুরু হবে। যখনই চালু হবে আপনাকে তখনই সাবমিট করতে হবে। এজন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
এর জন্য প্রয়োজনীয় Document সমূহ
- আপনার ফটো আইডি।
- যেসব কোম্পানির ২০% এর বেশি শেয়ার আছে অথবা আপনার পার্টনারের ২০% শেয়ারহোল্ডার রয়েছে তাদের সবার আইডি ও সোশ্যাল সিকিউরিটি ও সিটিজেনশিপ ইনফর্মেশন লাগবে। যদি 5 জন শেয়ারহোল্ডার থাকে তাহলে পাঁচজনের লাগবে আর যদি শেয়ার ২০% এর কম থাকে তাহলে আপনার দরকার নেই।
- ২০১৯ ও ২০২০ এর লাভ এবং ক্ষতি হিসাব রেডি রাখতে হবে। এই দুটোর মধ্যে আপনি তুলনা করবেন যাতে করে আপনার রেভিনিউ আয় ২০% এর কম থাকে ।এটা আই এর উপর করা হয়।
- ২০১৯ এর বিজনেস রিটার্ন সহ অন্যান্য তথ্যাদি প্রস্তুত থাকতে হবে।
- রেভিনিউ ইনকাম যদি 25% এর কম হয় তাহলে আপনি PPP Loan নেওয়ার উপযোগী হবেন। এজন্য ব্যাংক একাউন্ট দেখে ঠিক করা হয়। ম্যাক্সিমাম 2 মিলিয়ন ডলার PPP Loan নিতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত নিউইয়র্ক সরকারি ওয়েবসাইটে দেওয়া আছে ।
প্রশ্ন: আমি অ্যাকাউন্ট চেঞ্জ করেছি কিন্তু আমার স্টিমুলাস চেক আগের পুরানো একাউন্টে এসেছে কি করতে পারি?
উত্তর: চিন্তার কারন নাই। এটি রিজেক্ট হয়ে আবার IRS এর কাছে ব্যাক করবে এবং আপনার নতুন যে ট্যাক্স রিটার্ন এ অ্যাকাউন্ট নাম্বার আছে সেখানে পাঠিয়ে দেবে। এজন্য একটু সময় লাগবে ।এরপরেও যদি আপনি না পান তাহলে ২০২০ ট্যাক্স রিটার্ন আপডেট করলে আপনি পেয়ে যাবেন ।
প্রশ্ন: কিভাবে IRS এর master database এ ব্যাংক একাউন্ট আপডেট করতে পারি?
উত্তর:এই মুহূর্তে আপনি ইচ্ছে করলেই ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারবেন না। তবে যদি আপনি অ্যাকাউন্ট ভুল করে থাকেন অথবা অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় তবে রিজেক্ট হয়ে IRS এর কাছে ফেরত যাবে। তারপর আপনার বাসার ঠিকানায় স্টিমুলাস চেক পাঠিয়ে দিবে। ২০২০ ট্যাক্স রিটার্ন এর সময় আপনি যদি ব্যাংক একাউন্ট আপডেট করেন তবে তা IRS এর master database থাকবে এবং সে অনুযায়ী আপনি ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।
Unemployment Income (বেকার ভাতা)
অন এম্প্লয়মেন্ট বেনিফিটের সাথে স্টিমুলাস এর কোন সম্পর্ক নাই বিস্তারিত ওয়েবসাইটে দেখে নেওয়া যেতে পারে।
প্রশ্ন: আমি সার্টিফাই করেছি কিন্তু দুই সপ্তাহ অন এম্প্লয়মেন্ট ভাতা পায় নি। কি করতে পারি?
উত্তর এজন্য আপনি লেবার বিভাগে যোগাযোগ করেন। তাছাড়া ওয়েবসাইটে গিয়ে আপনি ইমেইল করে জানাতে পারেন।
ITIN and stimulus check
যারা বিবাহিত এবং যাদের আইটিন ও সোশ্যাল সিকিউরিটি আছে তারা স্টিমুলাস পাবে । কিন্তু সিঙ্গেল আই টেন আছে এবং যদি নন রেসিডেন্ট হয় তবে স্টিমুলাস Cheque পাবেন না
আপনার স্টিমুলাতে কোন অবস্থাতে আছে জানতে https://www.irs.gov/ এই সাইটে Get my Economic Payment এ গিয়ে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, জন্মতারিখ ,ঠিকানা এবং জিপ কোড (ঠিকানাটা অবশ্যই TAX রিটার্ন এ দেওয়া ঠিকানার সাথে মিল থাকতে হবে) দিয়ে স্টিমুলাস প্যাকেজ চেক করে দেখতে পাবেন ।
প্রশ্ন: Which lender you can apply
উত্তর: এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড পিপিপি Loan এটি এমন নয় যে আপনি কতবার পেয়েছেন এবার পাবেন না তবে এজন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে আপনি যে সকল Lender এর মাধ্যমে এপ্লাই করেছেন যে ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকলে সহজ হবে। তবে আমাদের পরামর্শ থাকবে আপনি অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র রেডি রাখবেন। অনেকের মধ্যে এ বিষয়ে অনেক কিছু জানার আছে সেজন্য আমরা বলব আপনারা https://hcr.ny.gov/ এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানবেন।
প্রশ্ন: আমার স্ত্রী গত বছর অক্টোবরে আমেরিকা এসেছেন। তিনি স্টিমুলাস চেক পাবেন কিনা?
উত্তর: অক্টোবরে যেহেতু এসেছে সে ক্ষেত্রে আপনার স্ত্রীর তথ্য কিন্তু IRS এর ওয়েবসাইটে নাই। ২০২০ তে যে TAX রিটার্ন করবেন তখন তথ্য add করতে পারবেন এবং টাকাটা আপনার স্ত্রীর পেয়ে যাবেন। সবাই ভাল থাকবেন ।
