গত ১৪ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১ লাখ ৯০ হাজার কোটি (1.9 ট্রিলিয়ন ) ডলারের তৃতীয় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। তবে কবে শুরু হবে সে সম্পর্কে ২৭ ফেব্রুয়ারি  তারিখের আগে কিছুই বলা যাচ্ছে না।

প্রস্তাবিত তৃতীয় প্রণোদনা প্যাকেজ  এর বেশ কিছু জনপ্রিয় বিষয় সমূহ।
1. এর মধ্যে এককালীন প্রণোদনার পরিমাণ বাড়িয়ে ২ হাজার ডলার করার প্রস্তাব করা হয়েছে।
2. সে ক্ষেত্রে ডিসেম্বরে পাস হওয়া দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের এককালীন ৬০০ ডলারের সঙ্গে আরও ১ হাজার ৪০০ ডলার যোগ করা হবে।
3. পাশাপাশি বেকারভাতা বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বাড়তি বরাদ্দ এবং করোনা টিকা দেওয়া ও করোনা পরীক্ষার জন্য যথাক্রমে ২ হাজার ও ৫ হাজার কোটি ডলারের তহবিল রাখার কথা বলা হয়েছে প্রস্তাবে।
4. সঙ্গে রয়েছে কিছু কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব।
5. এর মধ্যে ঘণ্টাপ্রতি মজুরি ১৫ ডলার ও ওবামাকেয়ারের প্রিমিয়াম বাবদ ভর্তুকি বৃদ্ধির বিষয়টি উল্লেখযোগ্য।

SBA Economic Injury Disaster Loan (EIDL) এর বিস্তারিত
এখনো পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।  এর জন্য যারা এর আগে কোন কারনে আবেদন করেননি  বা পাননি তারা এখন নতুন করে আবার আবেদন করতে পারেন। এই জন্য আপনারা কিন্তু একবার আবেদন করতে পারবেন। এখানে তিন ধরনের মানুষ আছেন। ১. যারা ইতিমধ্যে পেয়ে গেছেন। ২. আর একটা গ্রুপ  আছে তারা লোনের জন্য আবেদন করেছে কিন্তু পাইনি। ৩. যারা কখনোই আবেদন করেনি ।  এক্ষেত্রে যারা আগে আবেদন করে ফেলেছে তারা অগ্রাধিকার পাবে। এর জন্য SBA  ওয়েবসাইট নিয়মিত খোঁজখবর নিতে পারেন ।

যারা LOW ইনকাম কমিউনিটিতে আছেন অথবা যাদের ইনকাম ৩০% DOWN  হইছে । আপনার ১০,০০০ ডলার  পর্যন্ত পাইতে পারেন।এর জন্য আপনার প্রতিষ্ঠানের মোট কর্মচারীর সংখ্যা এবং আপনার প্রতিষ্ঠান যে কাউন্টিতে আছে  সেটি low-income কমিউনিটির কাউন্টিতে পড়ে কিনা  বিবেচ্য হবে। তাছাড়া আপনারা যারা বিনোদনমূলক ব্যবসার সাথে জড়িত যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট সঙ্গীত অনুষ্ঠান আয়োজন, ওয়েডিং প্রোগ্রাম ,পার্টি হোস্ট, বার্থডে সেলিব্রেশন  ইত্যাদি রকমের ব্যবসায়ী হয়ে থাকে তাহলে আবেদন করতে পার বেন।  বিস্তারিত জানতে SBA  এর ওয়েবসাইটে খোঁজ নিতে পারেন।

প্রশ্ন: অনেক বাড়িওয়ালা তারা বাড়ি ভাড়া পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন সেক্ষেত্রে তারা কি EIDL লোন পেতে পারেন কিনা এবং কিভাবে?
উত্তর:  এটি মূলত ব্যবসায়ীদেরকে তাদের  ইনকাম এর উপর ভিত্তি করে দেওয়া হয়।  তবে আপনারা যারা বাসা ভাড়া দিচ্ছেন আপনারাও কিন্তু এই Loan পাবেন । যেহেতু ইনকাম তার উপর ভিত্তি করে দেওয়া  হয়। সেজন্য বাড়ি ওয়ালা কত টাকা ভাড়া পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বা পাচ্ছেন না SBA সেটির উপর হিসাব  করে loan  পরিমাণ  নির্ধারণ  করে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ট্যাক্স রিটার্ন এর সময়  ইনকামের সকল তথ্যাদি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে ।

প্রশ্ন: PPE  ও UNEMPLOYMENT  একসাথে নেওয়া যায়  কি না এ বিষয়ে বিস্তারিত ।
উত্তর: Paycheck Protection Program (PPP)  হল যারা আয় করতে পারছেন না তাদের জন্য এই লোন। এটি আপনার ইনকামের উপর ভিত্তি করে করা হয় । আপনি যখন PPE  লোনের জন্য আবেদন করেছেন তখন কিন্তু আপনি UNEMPLOYMENT পাচ্ছেন কিনা জিজ্ঞাসা করছে না। আপনি যখন আলাদা করে UNEMPLOYMENT এর জন্য আবেদন করছেন। তখন কিন্তু খোঁজ নিচ্ছে যে আপনি এর আগে কখনো কোন  আর্থিক সুবিধা পেয়েছেন কিনা ।  এজন্য জন্য পাশাপাশি আবেদন করা সঠিক  বা ঠিক হবে না । যদিও PPE এবং UNEMPLOYMENT লোন একসাথে আবেদন করা যাবে না এমন কিছু SBA  এর ওয়েবসাইটে কোথাও বলা নেই।

প্রশ্ন: অনেক ভাড়াটিয়া আছেন যারা ভাড়া নেন নগদে। তারা কি EIDL নিতে পারবেন?
উত্তর: অনেকে মনে করেন আমরা যদি কোনোকিছু নগদে পায় । সেটা মনে হয়না ইনকাম । কিন্তু ইনকাম সবকিছুই । সেটা ক্যাশ  বা  চেক  হোক। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ট্যাক্স রিটার্ন এর সময় কত টাকা দেখিয়েছেন । আপনার ইনকাম ১০,০০০ ডলার। কিন্তু ট্যাক্স রিটার্ন এ আপনি দেখিয়েছেন ৫০০০ ডলার। তখনই সমস্যা সৃষ্টি হয়। SBA কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন এর তথ্যকে গুরুত্ব  দিবে। সুতরাং আপনারা সবাই মনে রাখবেন যেটাই হোক না কেন । আপনি একটা সময় যে ইনকাম টা দেখাবেন সেটার ওপর নির্ভর করেই SBA  আপনার লোন Sanction করবে।

প্রশ্ন: আমি ডিপেন্ডেন্ট হিসেবে থাকার কারণে এর আগে কোন স্টিমুলাস প্যাকেজ এর আন্ডারে অর্থ পায়নি । জো বাইডেন যে   নতুন স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন । এখানে কি আমি আবেদন করতে পারব?
উত্তর:  আপনি যদি 2019 এ অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হতেন এবং আপনার জন্য যদি কেউ ক্লেইম করতো তাহলে অটোমেটিকালি ৫০০ ডলার অর্থ পেতেন।  এখন যেটা করতে পারেন 2020 ট্যাক্স ফাইল এর সময় ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্স ফাইল করবেন।  প্রথমে ১২০০ ডলারের স্টিমুলাস পাবেন এবং এরপর ৬০০ ডলারের স্টিমুলাস পাবেন এবং পাশাপাশি ভবিষ্যতের  গুলো আপনি পেয়ে যাবেন।

প্রশ্ন: কিভাবে আমি partial unemployment apply করব?
উত্তর: আপনার  যদি ইনকাম ৫০ শতাংশ কমে যায় । তাহলে আপনি এটি আবেদন করে দেখতে পারেন ।  আপনি pandemic  এর কারণে পাইতে পারেন।  সেক্ষেত্রে ওরা কিন্তু আপনার Employer  কে নোটিফাই করবে এবং তথ্য যাচাই-বাছাই করে আপনাকে দিবে।  এজন্য প্রথমে আপনারা আপনাদের এম্প্লয়ের সাথে কথা বলুন।  তারা যদি আপনাদের  বেতন বাড়াতে চাই সেটা ভালো হবে ।

প্রশ্ন: আমি ম্যারিল্যান্ড থেকে বলছি।  আমি unemployment  ফাইল করছি।  কিন্তু আমাকে unsolved কেস দেখাইতেছে।  সে ক্ষেত্রে কি করতে পারি?
উত্তর: অনেকে এখনও তাদের  কম্পিউটার সিস্টেম পুরোপুরি  আপডেট করতে পারে নাই।  আমরা আশা করছি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে  এটি সমাধান হবে এবং আপনারা উপকৃত হবেন।

প্রশ্ন: আমার NewYork এ বাড়ি ভাড়া দেওয়া আছে।  ভাড়াটিয়া গত 2020 সালের এপ্রিল মাসে এক মাসের  এডভান্স (Advance) দিয়ে উঠেছে।  এরপর থেকে কোন ভাড়া আর দিচ্ছে না।  আমি এটাকে কীভাবে সমাধান করতে পারি ?
উত্তর: আপনি SBA লোনের জন্য আবেদন করতে পারেন।  আপনি আপনার ভাড়াটিয়ার হয়ে land relif program  এর আওতায় অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন।  তাছাড়া আপনার লোকাল যে সিটি কাউন্সিলর আছে তাকে খুঁজে বের করুন এবং তার সাথে আপনার বর্তমান পরিস্থিতি টা বলুন। এদেরকে নিয়ে আপনি আবেদনপত্রটি সহ আপনার নিজের ভাড়া দেওয়া বাড়িতে নিয়ে যাবেন।  আশা করি পারস্পরিক আলোচনার মাধ্যমে  আপনার সমস্যাসমাধান হবে।

প্রশ্ন: নিউইয়র্ক ম্যানহাটন থেকে বলতেছি। আমি 2020 সালের সেপ্টেম্বর থেকে কাজ করছি।  সপ্তাহে দুই থেকে তিন দিন।  আমার বাচ্চা আছে।  আমি কি এখন unemployment এপ্লাই করতে পারব ?
 উত্তর: Pandemic unemployment assistance এর আন্ডারে আপনি আবেদন করতে পারেন।

বিশেষ তথ্য
IRS ঘোষণা দিয়েছে ট্যাক্স রিটার্ন শুরু হবে ১২ ফেব্রুয়ারির তারিখ থেকে।  এজন্য সবাইকে IRS  অফিস https://www.irs.gov/ নিয়মিত চেক করার জন্য পরামর্শ দেয়া হলো। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here