Empty room with a black wall mockup

প্রশ্ন:TAX  ক্রেডিট রিফান্ড কিভাবে পাওয়া যায় এবং কত টাকা পাওয়া যায়?

উত্তর: স্টিমুলাস প্যাকেজ  এর আওতায় যাদের আয় কম  তারা  TAX ক্রেডিট পেয়ে থাকে।  যাদের আয় বেশি তারা পায় না। প্রথমত আমরা যে ক্রেডিট পাই সেটাকে Un-income  ক্রেডিট বলে। যেহেতু এবার অনেকেই কোভিড -১৯ এর কারণে unemployment হয়ে গেছে তাদের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলি ফুলফিল করতে হবে। Un-income  না থাকলে এই ক্রেডিট পাওয়া যায় না। 

তবে সুখবর হচ্ছে এই যে আমাদের স্টিমুলাস প্যাকেজ পাওয়ার ক্ষেত্রে স্পেশাল  নিয়ম করছে।   

যদি Pandemic এর কারণে ক্রেডিট না পায় বা কম হয়ে যায় তারা পরবর্তীতে পেয়ে যাবে। এজন্য কিছু ক্রাইটেরিয়া অনুসরণ করতে হবে ।

আপনার বাচ্চার বয়স 18 বছরের নিচে হলে সবাই পাবে। 18 বছরের বেশি হলে পাবেনা। তবে 18 বছরের বেশি এবং 24 বছরের নিচে যদি ফুলটাইম স্কুলে যায় তবে তারা পাবে। যে সকল বাচ্চারা কলেজে যায় তাদের জন্য এডুকেশন ক্রেডিট (আমেরিকান অপরচুনিটি) 2500  ডলার কলেজ লেভেলে চার বছর পর্যন্ত পাবে। এর পরে গেলে পাবে না। এজন্য বাচ্চা নিজে বা ফ্যামিলি থেকে  এপ্লাই করতে পারবে। 

প্রশ্ন: ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট এ কেমন পাওয়া যাবে?

উত্তর: যদি স্বামী  স্ত্রী দুইজনে কাজ করে তাহলে আপনার সন্তানকে কেউ না কেউ দেখে রাখে। যেটাকে আমরা চাইল্ড কেয়ার বলি। Upto 3000 ডলার পর্যন্ত আপনি ডিপেন্ডেবল ক্রেডিট পেতে পারেন । এইটা রিফান্ড ক্রেডিট না তবে আপনার টেক্স লাইবিলিটিকে সহযোগিতা করবে ।

আর একটি ক্রেডিট হলো আপনার মা বাবা যদি ডিপেন্ডেবল হয়  তাহলে ডিপেন্ডেন্ট ক্রেডিট  এখানে maximum 500 ডলার করে দুইজন আলাদা আলাদা ভাবে মোট এক হাজার ডলার পাবেন । 

আপনার সবকিছু কাগজপত্র ঠিক থাকলে State এবং ফেডারেল মিলাইয়া সর্বোচ্চ 15000 ডলার পর্যন্ত ক্রেডিট আসতে পারে । ইনকাম যদি 20000 হাজার ডলার থাকে তাহলে সহজেই ইলিজিবল হয়ে যাবেন । ইনকাম যত উপরে উঠতে থাকবে তত ক্রেডিট বাড়তে থাকবে । ইনকাম যত নিচে নামতে থাকবে ততো ক্রেডিট কমতে থাকবে। এক্ষেত্রে কিছু শর্ত অনুসরণ করতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here