
ডেস্ক রিপোর্ট: গত শনিবার ( ১ মে) রাত সাড়ে ৯ টার দিকে বাংলাদেশের খুলনা শহরের আফিল গেট লেভেল ক্রসিং-এ ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও তার সহকারী আহত হয়েছেন।
খুলনার খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জানান, সিমেন্ট বহনকারী ঝিনাইদহগামী ট্রাক সিগন্যাল অমান্য করে লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় খুলনার দিকে আসা ট্রেনের ইঞ্জিনের সাথে সংঘর্ষ হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনায় ট্রাক চালক ইউনুস আলী (৩৫) ও হেলপার হাসান (২৭) গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
