প্রশ্ন: ক্রেডিট  সুবিধা  নেওয়ার জন্য যদি কেউ ভুল তথ্য দেয় তাহলে তার কি ধরনের পেনাল্টি হবে?

উত্তর: অর্থ পর্যাপ্ত তথ্য থাকার পরও অনেক মানুষ আছে যারা ভুল তথ্য দিয়ে সুবিধা নিতে চাই । বিশেষ করে unemployment benefits এবংchild tax credit (CTC) ক্ষেত্রে এমনটা করে থাকে । কারণ এই দুই ক্ষেত্রে  সব কিছু ঠিক থাকে তাহলে ক্রেডিট এর পরিমান প্রায় ১০,০০০ ডলার  হয়ে থাকে। জিপি পাওয়ার জন্য টার্গেট করে অনেকেই ভুল তথ্য দেই।  

এটার জন্য পেনাল্টি যা হতে পারে তা হল ।  

Unemployment benefits এর ক্ষেত্রে সবথেকে বড় একটা ফ্যাক্টর হলো আপনার সঠিক ইনকাম দেখানো । যা একটা নির্দিষ্ট লেভেল এর নিচে থাকতে হবে । এখানে আপনার বাচ্চা কয়টা  সেটা কোন বিষয় না।  যদি  আপনার ইনকাম সর্বোচ্চ ৫৬,৮৪৪ ডলার এর উপর চলে যায় । তাহলে আপনি কোন অবস্থাতেই এর আন্ডারে ক্রেডিট পাবেন না । এই ক্ষেত্রে মানুষ তার ইনকাম কম দেখায়।  এক্ষেত্রে যদি IRS  এই তথ্যটি ধরতে পারে । তাহলে তাহলে যে পরিমান ট্যাক্স ফাঁকি দিয়েছে তার ৭৫%পেনাল্টি করবে।  অর্থাৎ যদি ১০০ টাকা বাঁচান তাহলে ওনাকে ৭৫ টাকা পেনাল্টি দিতে হবে।

অনেক ক্ষেত্রে মানুষ রেসিডেন্সি ও রিলেশনশিপ এদুটো লুকায়।  সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট রিলেশনশিপ থাকতে হবে। দেখা যাচ্ছে একটি বাচ্চা আপনার না । কিন্তু আপনি Claim করে দিলেন বাচ্চাটি আপনার ।  তাছাড়া আপনার বাচ্চা অবশ্যই গত ছয় মাসে আমেরিকাতে একসাথে বসবাস করবে।  সেই ক্ষেত্রে যদি IRS ধরতে পারে তাহলে কিন্তু পরবর্তী ১০ বছর পর্যন্ত IRS কোন ক্রেডিট দিবেনা।  গৃহীত  অর্থ ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে ।

অনেকে তাদের ইনকাম লুকায়।  দেখা যাচ্ছে তার ইনকাম ১০০ ডলার কিন্তু সে TAX Filing  এর সময় ইনকাম দেখালো মাত্র ৮০ ডলার।  যদি IRS সেটা ধরতে পারে তাহলে তার পেনাল্টি হলো ২০ থেকে ৪৫ পারসেন্ট । এ এগুলো হচ্ছে সিভিল পেনাল্টি।

 আর যদি কেউ TAXATION  এর ক্ষেত্রে ক্রিমিনাল পেনাল্টিতে ধরা পড়েন তাহলে কিন্তু ২০৫০ ডলার পর্যন্ত জরিমানা এবং পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।

আপনি কোন ভাবে ট্যাক্স পাইলিং এর সময় তথ্য গোপন করেন ।  IRS যেকোনো সময়ে তা রিভিউ করতে পারে।  অযথা ঝামেলা এড়ানোর জন্য সঠিক তথ্য দিয়ে আপনারা আপনাদের ট্যাক্স ফাইল করুন ।  বিশেষ করে যারা নতুন ইমিগ্রেন্ট হিসেবে আসছেন । তারা এই  ঝামেলার ভিতর পড়ে যায় । সে বিষয়ে তাদেরকে সচেতন থাকতে হবে।  যারা গত বছর ২০২০ সালের জুনের পর আমেরিকাতে এসেছেন।  তারা কিন্তু  unemployment benefits এর জন্য ইলিজিবল না।  আপনারা যারা নতুন তারা যেন একজন দক্ষ ট্যাক্স ফাইল কাছে গিয়ে ট্যাক্স ফাইল করেন বুঝে-শুনে দেখে যাতে করে কোন ধরনের সমস্যার সম্মুখীন না  হতে হয়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here