ডেস্ক রিপোর্ট:  কানাডা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র ।  যা উত্তর আমেরিকায় অবস্থিত  প্রশান্ত মহাসাগরের উত্তরে অবস্থিত । কানাডা বিশ্বের ধনী দেশগুলোর একটি এবং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শীতলতম দেশ । আমরা আজ এই লেখার মাধ্যমে কানাডার কিছু জানা-অজানা সম্পর্কে জানব।

রানী দ্বিতীয় এলিজাবেথ কানাডা রাষ্ট্রের প্রধান । তবে দেশটিতে সংসদীয় গণতন্ত্রের প্রচলন আছে । বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ।

দেশটি উত্তর আমেরিকার প্রায় ৪১ শতাংশ এলাকা নিয়ে গঠিত । কানাডার রাজধানী হচ্ছে অটোয়া এবং এ দেশের বৃহত্তম শহর হচ্ছে টরন্টো । ইংরেজি এবং ফরাসি যৌথভাবে কানাডার সরকারি ভাষা । 

কানাডা বছরের প্রায় আট মাস বরফে আচ্ছন্ন থাকে  । এখানে অন্যতম বিখ্যাত স্থান নায়াগ্রা জলপ্রপাত কানাডা এবং আমেরিকার সীমান্তে অবস্থিত । 

কানাডাতে বিশ্বের মধ্যে সবথেকে বেশি লেক অবস্থিত । পৃথিবীতে যতগুলো লেক আছে তার প্রায় ৬০ শতাংশ  কানাডাতে অবস্থিত । 

বিশ্বের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ দেশ । বিশ্বের প্রায় ৬০ শতাংশ পোলার বিয়ার কানাডাতেই পাওয়া যায়।

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল  কানাডাতে আবিষ্কৃত হয় । বিশ্বের সবথেকে দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা কানাডা এবং আমেরিকার মধ্যে অবস্থিত, যা ৮৮৯১ কিলোমিটার দীর্ঘ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here