
ডেস্ক রিপোর্ট: সম্প্রতি এস্তোনিয়ার সংসদে নতুন জোটে ভোট দেওয়ার পর দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন কাজা কালাস।
৪৩ বছর বয়সী কালাস রিফর্ম পার্টির নেতা।
তার পার্টি এস্তোনিয়ার ১০১ সদস্যের সংসদে ৫৯ টি নিজস্ব আসন এবং সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির সমর্থন লাভের মাধ্যমে সরকার গঠন করে।
