পলিটিক্যাল এসাইলাম, সিটিজেন্সীপ পরীক্ষার নতুন প্রক্রিয়া

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন উনি ইমিগ্রেশন প্রক্রিয়ায় অনেক পরিবর্তন নিয়ে আসবেন । যারা বর্ডার এর মাধ্যমে মেক্সিকো হয়ে যারা আসবেন আর যারা দক্ষিণ আমেরিকার  বিভিন্ন দেশে stranded অবস্থায় আছেন তারা কিভাবে লিগালাইজেশন প্রক্রিয়ায় আমেরিকায় ফিরবেন তিনি সে বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তাছাড়া বাইডেন সরকারের এই ইমিগ্রেশন প্রক্রিয়াটি আরো সহজতর এবং উন্নত করা পরিকল্পনা আছে  এবং ইমিগ্রেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত হয় করার  চেষ্টা  করবেন।

আর যারা পলিটিকাল এসাইলাম (political asylum) এর জন্য প্রস্তুত হচ্ছেন বা আগ্রহ করেছেন তাদের জন্য ভালো খবর আসতে  পারে। এজন্য আপনাদের দক্ষ এটর্নি  এর  সাথে পরামর্শ করার জন্য বলা হচ্ছে।  সেই সাথে ইমিগ্রেশনের জন্য একটা সহজ প্রক্রিয়া আসবে সে আশা করা যাচ্ছে। আপনারা জানেন ইমিগ্রেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া । আমেরিকাতে বসবাস করতে গেলে আমাদের লিগালাইজেশন টা খুবই জরুরী । আমাদের গ্রিনকার্ড থাকা জরুরি ও ওয়ার্ক পারমিট থাকা জরুরি ।

প্রশ্ন: এসাইলাম কেইস এর ক্ষেত্রে কি করতে হবে
 উত্তর: যারা এসাইলামের (Asylum) জন্য প্রস্তুতি নিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আপনাদের যে কাগজপত্রগুলো (Documentations) দরকার সেগুলো আপনারা এক জায়গায় করে রাখেন  যাতে করে শেষ মুহূর্তে আপনাদের কোন ঝামেলা না হয় । কেসটা ফাইল করার জন্য আপনারা দ্রুত প্রস্তুতি নিন । অতি স্বল্প সময়ে এগুলোর কার্যক্রম শুরু হবে । সুন্দর ভাবে প্রস্তুতি নিন যাতে করে  কাগজপত্রগুলো সুন্দরভাবে সাবমিট করা যায় । কোন ধরনের কোন LACKINGS  থাকা যাবেনা । কোন ইনফরমেশন বা তথ্যের GAP  থাকা যাবে না। আপনি যে আদর্শ থেকে পলিটিকাল অ্যাসাইলাম কে বিল্ড আপ (Build up/ Establish)  করতে চান তাদের  স্বপক্ষে যে যুক্তিসঙ্গত কাগজপত্র প্রয়োজন সেগুলো অবশ্য আপনাদের থাক কাছে থাকতে হবে ।

প্রশ্ন: আমি আজ থেকে ঠিক নয় মাস আগে সিটিজেনশিপের জন্য আবেদন করেছি। এখনো পর্যন্ত আমি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এর জন্য অপেক্ষা করছি । প্রতিদিনই ওয়েবসাইটে চেক করি । কোন আপডেট  পাই নাই ।এজন্য  কি করতে  পারি?
উত্তর:  এজন্য আপনার আরো  3 মাস অপেক্ষা করতে হতে পারে । এর মধ্যে আপনি পেয়ে যাবেন । তা না হলে আপনি আপনার  lawyer or attorney সাথে যোগাযোগ করেন ।

প্রশ্ন: আমি আমার ভাইয়ের জন্য আবেদন করেছিলাম। সে রিসেন্টলি মারা গেছে। তার বউ এবং  ছেলে-মেয়ে  বাংলাদেশ আছে।   তারা কি ভিজিট  আমেরিকা আসতে পারবে?
উত্তর: যেহেতু আপনি উনার নামে ফাইল করে ফেলেছেন এবং এটা রিপোর্ট করা হয়েছে, ভিজিট ভিসায় তাদেরকে আনার জন্য হয়তো আপনার সমস্যা হতে পারে। আইন অনুযায়ী  আপনি এটা করতে পারবেন না । আর যদি করতেই হয় তাহলে একজন দক্ষ attorney এর পরামর্শ  মিলে ভালো হবে।

প্রশ্ন: আমি বাংলাদেশ থেকে ফোন করছি । আমেরিকান এম্বাসির জন্য পুলিশ ক্লিয়ারেন্স এর মেয়াদ কতদিন থাকে?
 উত্তর:  সাধারণত 6 মাস বিবেচনা করে থাকে।

প্রশ্ন: আমি 20 নভেম্বর 2020 তারিখে সিটিজেনশিপের জন্য আবেদন করেছি। এখনো কোন রিপ্লাই পাইনি এবং আমি শুনেছি  ডিসেম্বর 31 তারিখের পর  সিটিজেনশীপ প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। এ জন্য আমাকে কি করতে হবে?
উত্তর:  এতদিনের ভিতর আপনার রিসিভ লেটার পাওয়ার কথা । আপনি একজন Lawer মাধ্যমে অথবা সরাসরি ফোনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করেন।

প্রশ্ন: সিটিজেনশিপ ফরম পূরণ করার সময় একটি ভুল করেছি। কিভাবে এটি সংশোধন করতে পারি ?
উত্তর:  আপনি যেহেতু ভুল করেছেন সে ক্ষেত্রে আপনি কনস্যুলেটের সাথে যোগাযোগ করেন । এটা খুবই একটা সিরিয়াস ইস্যু। আপনি যাকে দিয়ে ফাইল করেছেন উনার মাধ্যমে আপনাকে এটা সংশোধন করতে হবে ।

প্রশ্ন: আমি 2014 সালে পলিটিকাল Asylum নিয়েছি । আমি কি কোন   স্থাবর সম্পত্তি কিনতে পারি?
উত্তর কিনতে পারেন।  তবে এ ব্যাপারে একজন Lawer সাথে পরামর্শ করলে ভালো হয়।

প্রশ্ন: আমি 2013 সালে অ্যাসাইলাম কেস  (Asylum Case) করছি । 6 বছর হয়ে গেল এখনও পর্যন্ত আমার গ্রীনকার্ড আসে নাই ।  আমার ফিঙ্গারপ্রিন্ট ইন্টারভিউ সবকিছু হয়েছে। এটার সমাধান কি?  উত্তর: আপনি এখন যেকোনো একজন দক্ষ অ্যাটর্নি  এর সাথে যোগাযোগ করেন অ্যাটর্নি

প্রশ্ন: আমি 2001 সালে গ্রীন কার্ড পেয়েছি । 10 বছর পরে 2011 সালে আমার গ্রীন কার্ড রিনিউ হয়েছে  সেপ্টেম্বর 2021 সাল পর্যন্ত । আমি আবার গ্রীন কার্ড রিনিউ করতে চাচ্ছি সে ক্ষেত্রে কি করতে পারি?  আমি সিটিজেনশিপের জন্য আবেদন করি নাই । আমার বয়স এখন 65 বছর।
উত্তর: আপনি গ্রিন কার্ড রিনিউ করতে পারবেন কিন্তু  আপনার জন্য সব থেকে ভালো হয় সিটিজেনশিপ জন্য আবেদন করা । এখানে আপনি সহজেই সিটিজেনশিপ পেতে পারেন । আপনার ইন্টারভিউ এর সময় আপনি একজন অ্যাটর্নি নিয়ে যেতে পারেন এবং আপনার জন্য সিটিজেনশিপ পেতে খুবই খুবই সহজ হবে।

সিটিজেনশীপ বিষয়ে প্রয়োজনীয় তথ্য
যাদের গ্রীন কার্ড আছে তাদের অবশ্যই সিটিজেনশিপের জন্য আবেদন করা উচিত। যদি আপনি ইংরেজিতে অনেক দুর্বল হন সেক্ষেত্রে ইন্টারভিউ রুমে আপনার সাথে একজন  দক্ষ Attorney  রাখতে পারবেন। এজন্য আপনার চিন্তার কিছু নাই ।

যারা ইতিমধ্যে  সিটিজেনশীপ এর জন্য ইন্টারভিউ  পাস (pass) করেছেন কিন্তু ফলাফল পাননি।  কারা একজন  দক্ষ Lawer  এর কাছে  মাধ্যমে ফেডারেল কোর্টে যান। আশা করি এই বিষয়টি আপনার সিটিজেনশিপ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

আর একটা বিষয় হল অ্যাবিউজ কেস (Abuse Case)। একটি ফেক বা মিথ্যা Abuse case  করার মাধ্যমে আপনারা সহজেই গ্রীন কার্ড পেতে পারেন। এক্ষেত্রে একজন দক্ষ Lawer এর পরামর্শ নেওয়া যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here