
ডেস্ক রিপোর্ট: গত ২৬ এপ্রিল প্রকাশিত এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকায় তিন বাংলাদেশি নারী বিজ্ঞানী স্থান পেয়েছেন।
এই তিন বাংলাদেশি হলেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ইমিউনোলজি বিভাগের প্রধান ড. ফেরদৌসী কাদরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সায়মা সাবরিনা এবং মডেল লাইভস্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের (এমএএলএফ) চেয়ারম্যান সালমা সুলতানা।
প্রতিবছর সিঙ্গাপুরভিত্তিক ইংরেজি ভাষার ম্যাগাজিন এশিয়ান সায়েন্টিস্ট বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন এমন ১০০ জনকে বাছাই করে এই তালিকা প্রকাশ করে।
