
ডেস্ক রিপোর্ট: অস্কার ২০২১ এ সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘নোম্যাডল্যান্ড’। সেই সাথে সেরা পরিচালক হিসেবে অস্কার পেলেন চীনা পরিচালক ক্লোয়ি ঝাও। তিনি ‘নোম্যাডল্যান্ড’ ছবির পরিচালক।
গত রোববার, ২৫ এপ্রিল অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৩তম আসরে ‘নোম্যাডল্যান্ড’ সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে।
এই ছবিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের দারিদ্র-পীড়িত মানুষের জীবনযাপন উপস্থাপন করা হয়েছে।
এ বছর ‘নোম্যাডল্যান্ড’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন ফ্রান্সেস ম্যাকডরমান্ড এবং ‘দ্য ফাদার’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা হয়েছেন অ্যান্টনি হপকিনস।
