
ইমিগ্রেশন এর নতুন প্রস্তাব অনুসারে আমেরিকাতে যারা undocumented হিসেবে আছেন । তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে । নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনের ইশতেহার অনুযায়ী আমেরিকাতে অবৈধভাবে অবস্থিত বসবাসরত ১১ মিলিয়ন
লোকজনদেরকে সিটিজেনশিপ প্রদান করবেন । সেটারই পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে কিন্তু ঘোষণা এসে গিয়েছে যে বুধবার শপথ নেওয়ার সাথে সাথেই উনি একটা বিল সাবমিট করবেন । যেটাকে বলা হতে পারে (Clear Roadmap to Citizenship).
এই বিলের মধ্যে যা যা থাকবে বলে তা হল
যারা ১ জানুয়ারি ২০২১ এর আগ পর্যন্ত আমেরিকাতে এসেছেন এবং অবৈধভাবে বসবাস করছেন তারা এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে । এজন্য তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবে এবং তারা অন্যান্য ক্রাইটেরিয়া গুলো যোগ করে দেবে। যেমন ক্রিমিনাল রেকর্ড এবং অন্যান্য । যারা ব্যাকগ্রাউন্ড এ পাস হবে এবং পাশাপাশি যারা বিগত সময় ট্যাক্স ফাইল করেছে । যদি তারা এসকল ক্রাইটেরিয়া fullfill করতে সক্ষম হয় । তাহলে তারা নাগরিকত্ব পেয়ে যাবে ।
তাদেরকে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য গ্রিন কার্ড অথবা লিগাল ডকুমেন্ট দেওয়া হবে। পরবর্তীতে তারা যদি চাই তাহলে পরবর্তী তিন বছরের মধ্যে আমেরিকান সিটিজেনশিপ দাবি করতে পারবে।
কিছু সংখ্যক ইমিগ্রান্টদের এই সকল প্রক্রিয়া অনেক ফার্স্ট হতে পারে । যেমন যারা শিশু অবস্থাতেই আমেরিকাতে অবৈধভাবে এসেছে এবং যারা পাশাপাশি কৃষি শ্রমিক এবং যারা টেম্পোরারি স্ট্যাটাস এ আছে এদের সিটিজেনশিপ প্রক্রিয়াটা অনেক দ্রুত হবে । তারা তিন বছরের মধ্যেই সিটিজেনশিপ দাবি করতে পারবে।
বুধবার জো বাইডেন শপথ নেওয়ার পর এগুলি বিল আকারে আসতে পারে।
এখন অনেকের মধ্যে সংশয় এই বিলটি পাস হবে কিনা । এখন যেহেতু দুটিতেই ডেমোক্র্যাটদের একটি সংখ্যাগরিষ্ঠতা আছে। সে ক্ষেত্রে তাদের জন্য বিলটি পাস করিয়ে নিতে খুব একটা মুশকিল হবে না । তবে সিনেটে গেলে তারা একটা লং ডিবেটের ব্যবস্থা করতে পারে । যার জন্য অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা আছে।
এখানে একটা বিষয় জানা রাখা ভাল যে প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিন্তু ইমিগ্রেশন বিলের জন্য চেষ্টা করেছিল। কিন্তু সেই সময় রিপাবলিকানদের মেজরিটি থাকার কারণে বিলটি তখন পাস হয়নি।
প্রশ্ন: যারা পলিটিকাল এসাইলাম এ আছেন এবং যাদের একেবারেই কোন ডকুমেন্ট নেই তাদের কি হবে?
উত্তর: যদিও আমরা এই বিষয়গুলো সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারেনি। কারণ এখনও বিলটি পাবলিক প্রকাশ করা হয়নি। কিন্তু যেটা জানা যাচ্ছে তা হল ইলিগালি যারা আমেরিকাতে অবস্থান করছে জানুয়ারি ফাস্ট 20২1 এ আমেরিকা তে অবস্থান করছে তারা কিন্তু এই অভিবাসন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে । তবে সর্বোপরি বিলটি জনসম্মুখে আসার আগ দিয়ে কোন কিছু সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না । আমাদেরকে বিলটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইমিগ্রেশন তথ্য
যারা ইমিগ্রেশন প্রক্রিয়ার মাধ্যমে থাকেন বা ইমিগ্রেশনের জন্য আবেদন করেন, এরা সর্বদায় কিন্তু একটা আতঙ্কের মধ্যে থাকেন । এটা স্বাভাবিক । তাই একটা পরামর্শ হচ্ছে আপনাদের সে ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। আপনাদের এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে অনেক ধরনের অসৎ বা ভুয়া আইনজীবী আপনাদের গ্রীন কার্ড পাওয়ার জন্য মিথ্যা প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নিতে পারে । এজন্য অবশ্যই আপনারা একজন লাইসেন্স অ্যাটর্নির কাছে দ্বারস্থ হবেন । এবং সবাইকে সচেতন থাকতে হবে ।
প্রশ্ন: মুসলিম Ban এটা withdraw হতে যাচ্ছে কিনা?
উত্তর: আগামী বুধবার ক্ষমতা নেওয়ার পরপরই বার্তা এক্সিকিউটিভ ক্ষমতাবলে এই মুসলিম ban উঠিয়ে দেবে । তার মানে বুধবার থেকে আর মুসলিম ব্যান্ড থাকছে না ।
প্রশ্ন: নতুন ইমিগ্রেশন এই প্রক্রিয়ায় কি কি ধরনের ডকুমেন্টেশন প্রস্তুত করে রাখতে হবে?
উত্তর: আপনি আমেরিকাতে কখন প্রবেশকরেছেন তার কাগজপত্র সহ ইকনোমিক অ্যাক্টিভিটি যেমন ট্যাক্স ফাইল এর তথ্য এর কাগজপত্র প্রস্তুত রাখতে হবে ।
প্রশ্ন: আমার বাবা এবং মায়ের বয়স 65 প্লাস । উনাদের গ্রিনকার্ডের বয়স হয়েছে 15 বছর । কি ধরনের প্রক্রিয়া অনুসরণ করলে উনারা সিটিজেনশিপ দ্রুত পেতে পারে?
উত্তর: যদি কোন ব্যক্তির গ্রীনকার্ড থাকে এবং সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে চান, তাহলে তার রেসিডেন্সি টানা 30 মাস এখানে থাকতে হবে এমন কোন নিয়ম নাই । তবে এটা দেখতে হবে যে গত পাঁচ বছরে উনি দুই বছর আড়াই মাস পর্যন্ত একটানা আমেরিকায় ছিল কিনা । এমনকি আপনি ফিজিক্যালি আড়াই বছর আমেরিকাতে না থেকেও সিটিজেনশিপ এর জন্য আবেদন করতে পারবেন । তবে সেক্ষেত্রে দেখতে হবে তবে বিগত ছয় মাসে কোন ভ্রমণ যেন 6 একটানা ছয় মাসের বেশি না হয় । যদি একটানা ছয় মাসের বেশি হয়ে থাকে তাহলে উনাকে অ্যাডিশনাল প্রুফ দেখাতে হতে পারে ।
প্রশ্ন: 2012 সালে আমার ভাই বোনের জন্য সিটিজেনশিপের আবেদন করেছি । কিন্তু কোন তথ্য এখনো পায়নি ।
উত্তর: যারা 2012 সালে আবেদন করেছিল তাদের জন্য 2020 সালে কিন্তু অনেকের রিকোয়েস্ট ফর ফারদার ইনফর্মেশন পাঠিয়েছে এবং অ্যাপ্রুভ করেছে । সেক্ষেত্রে আপনি আপনার আবেদন এর ব্যাপারে অফিসে যোগাযোগ করেন অথবা একজন দক্ষ অ্যাটর্নির সাথে । আপনার যদি রিসিভ নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেভাবে আপনি পদক্ষেপ নিতে পারবেন ।
প্রশ্ন: আমার বড় ভাই সিটিজেন হয়েছে । তার একটা কন্যা সন্তান আছে তার বয়স 16 বছরের নিচে । এক্ষেত্রে তার কন্যা কিভাবে আমেরিকার সিটিজেন হতে পারে?
উত্তর: কেউ যদি আমেরিকার সিটিজেন হয় এবং তার যদি মাইনর অর্থাৎ আন্ডার ১৮ কোন শিশু নিয়ে এ দেশে থাকে। তবে শিশুটির বাবা-মায়ের মধ্যে যে কেউ আমেরিকান সিটিজেনশিপ হওয়ার সাথে সাথে সেও কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে যাবে । সেক্ষেত্রে উনাকে ইমিগ্রেশনে আরেকটি আবেদন করতে হবে । সেটি হচ্ছে সার্টিফিকেট অফ সিটিজেনশিপ । এরপর তারা পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবে ।
প্রশ্ন: অবৈধ অভিবাসী বলতে আসলেই তাকে বোঝানো হচ্ছে?
উত্তর: বুধবার বিলটা না আসার পর এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলতে পারছিনা ।
প্রশ্ন: আমরা স্বামী স্ত্রী মিলে ৮০ হাজার ডলার প্রতিমাসে ইনকাম করি । আমরা কি বাংলাদেশ থেকে চারজনকে স্পন্সর করতে পারব?
উত্তর: হ্যাঁ, আপনারা আবেদন করতে পারবেন । সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে ।
প্রশ্ন: আমি 2020 সালের নভেম্বরে সিটিজেনশিপের জন্য আবেদন করেছি । কিন্তু এখনো কোন রিপ্লাই আসে নাই । কি করব?
উত্তর: সাধারণতএরমধ্যে রিপ্লাই দিয়ে দেওয়ার কথা । কিন্তু যদি না দেই তাহলে আপনাকে আর একটি মাস অপেক্ষা করতে হবে । এর পরেও যদি আপনি না পান তাহলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে হবে ।
Sincere regards,
Bipul K Debnath | Dhaka | Bangladesh |+8801727654191
