
ডেস্ক রিপোর্ট: চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ভারতের মিশন ‘অক্সিজেন’ তহবিলে এক কোটি রুপি দান করলেন শচীন টেন্ডুলকার।সাম্প্রতিক সময়ে ভারতে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় ‘অক্সিজেন’ নিয়ে বিপাকে পড়েছে দেশটির হাসপাতালগুলো। ফলে ‘অক্সিজেন’ এর চাহিদা বেড়েছে বহুগুণে।
এই সংকটময় দিনে অক্সিজেন কিনতে সাবেক এই মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।
তিনি এক টুইট বার্তায় সবাইকে একসাথে এই করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই চালানোর আহ্বান জানিয়েছেন।
